September 22, 2024, 9:37 am

সংবাদ শিরোনাম
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ফয়জুল আজীম নোমান এর যোগদান জয়পুরহাটের ক্ষেতলালে শহীদ জিয়া ও সকল শহীদদের স্মরণে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে সংবাদ বিজ্ঞপ্তি কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে বিদ‌্যুৎস্পৃষ্টএক যুব‌কের মৃত্যু যশোরে বালিচাপা অবস্থায় প্রতিবন্ধী যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার কুড়িগ্রামের রাজিবপুরে ৪০ পিস ইয়াবা ও ১ টি ভ্যান জব্দসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার জয়পুরহাটের ক্ষেতলালে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট খুলনা দৌলতপুর রেলস্টেশন ও মহসিন মোড় কাঁচাবাজারে এলাকাবাসীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

“রাজশাহীর তানোর উপজেলা পোস্ট অফিসের বেহাল দশা”

“রাজশাহীর তানোর উপজেলা পোস্ট অফিসের বেহাল দশা”
ডাঃ আব্দুল হান্নান, তানোর পৌর প্রতিনিধি

 

রাজশাহীর তানোর উপজেলা পোস্ট অফিসের বেহাল দশা অলস সময় কাটাচ্ছে কর্মকর্তা ও কর্মচারিরা। সরজমিনে পোস্ট অফিসে গিয়ে দেখা যায় নিয়ম-নিতীর কোন তোয়াক্কা না করেই ইচ্ছেমত সময় কাটাচ্ছেন কর্মকর্তা ও কর্মচারিরা কেউ বা ঘুমিয়ে কেউআবার নিজের দায়িত্ব জ্ঞান ভুলে গল্প গুজোবে ব্যাস্ত থাকে। দুপুর ২:৩০মিনিটের পরে গ্রহন করেনা কোন চিঠিপত্র অনুনয়-বিনয়ের সুরে বললেও শুনেও না শুনার ভান করেউক্ত পোস্ট অফিসের কর্মকর্তা ও কর্মচারিরা। এর পরেও যদিও বা মুখ খোলেন হাতের ইশারাই দেখিয়ে দেন পোস্ট অফিসের বাইরে থাকা পোস্টবক্স, অন্যথায় বলেন রাজশাহীর জিপিও তে সেবা নিতে চলে যান এখানে সম্ভব না, কোন ক্রমেই রেজিট্রি করে নিতে চান না প্রয়োজনীয় চিঠিপত্র। অবশেষে এভাবেই রেজিট্রির অভাবে প্রয়োজনীয় চিঠিপত্র নিয়ে ফিরেযাচ্ছেন গ্রাহকরাঅথবা সুদুর ৩০কি.মি দূরে রাজশাহী জিপিও তে গিয়ে রেজিট্রি করতে হচ্ছে  প্রয়োজনীয় চিঠিপত্র।হাতের নাগালে পোস্ট অফিস থাকা সত্বেও চরম ভোগান্তির শিকার হচ্ছেন তানোর উপজেলারগ্রাহকরা। এই বিষয়ে জানতে চাইলে তানোর উপজেলা পোস্টমাস্টার মোঃ জাকির হোসেন বলেন আমরা এখানে মুলত কর্মরত ৬ (ছয়) জন কর্মকর্তা সহ কর্মচারিরা সরকারে চার্ট অনুযায়ী কার্যক্রম চালাচ্ছি এর বাইরে আমাদের কিছুই করার নেই।

Share Button

     এ জাতীয় আরো খবর