খালিদ লতিফ পাঁচ বছর নিষিদ্ধ
স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
স্পট ফিক্সিংয়ের অভিযোগে ৫ বছরের জন্য নিষিদ্ধ হলেন পাকিস্তানের ক্রিকেটার খালিদ লতিফ। তার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগ প্রমাণিত হওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনাল বুধবার এ রায় দেন।
চলতি বছর শুরুর দিকে পাকিস্তান ক্রিকেট লিগে (পিসিএল) মোহাম্মদ ইরফান, শাহজিব হাসান ও শারজিল খানকে ফিক্সিংয়ের জন্য প্ররোচিত করেছিলেন খালদ। এই ঘটনায ৩১ বছর বয়সী ব্যাটসম্যানকে অন্যতম হোতা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
পিসিএলে ফিক্সিংয়ের অভিযোগে প্রথম শারজিল খান গত মাসে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন। আরেক ক্রিকেটার নাসির জামসেদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে এখনো শুনানি শুরু হয়নি। নাসির জামসেদকে এই কাজে প্রধান হোতা মনে করা হয়।