January 16, 2025, 7:09 am

সংবাদ শিরোনাম
মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক

প্রেসক্লাব রংপুরের বহিস্কৃত সাবেক সভাপতি মাহাবুব রহমান হাবুসহ দু’জনের বিরুদ্ধে মামলা

প্রাইভেট ডিটেকটিভ ডেক্স: রংপুর অফিস ক্ষমতার অপব্যবহার করে প্রায় ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বহিস্কৃত সাবেক সভাপতি মাহাবুব রহমান হাবুসহ দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে প্রেসক্লাব, রংপুর। গত ২১ অক্টোবর সোমবার রংপুর কোতয়ালী মেট্রো আমলী আদালতে বাদী হয়ে মামলা দায়ের করেন প্রেসক্লাব, রংপুরের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী। বাদী পক্ষের আইনজীবি আসামীর গ্রেফতারী পরোয়ানা ইস্যুর আবেদন করলে আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। মামলার বিবরণ সূত্রে জানা গেছে, মাহাবুব রহমান হাবু বিগত ২০২১-২০২৩ সেশনের প্রেসক্লাব, রংপুর-এর সভাপতির দায়িত্ব পালনকালীন সময়ে সংগঠনের যাবতীয় তহবিল ও সম্পদের দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর বেপরোয়া স্বেচ্ছাচারিতায় মেতে উঠেন। বহিস্কৃত সাবেক সভাপতি মাহাবুব রহমানের একক সিদ্ধান্তে ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন বা ব্যয় করার নিয়ম না থাকা সত্বেও তিনি ঐ সময় ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকারের অসুস্থতাজনিত অনুপস্থিতির সুযোগে মামলার অপর আসামী ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদের সাথে যোগসাজশ ও পরিকল্পনা করে মাহাবুব রহমান হাবু প্রেসক্লাব, রংপুর নির্মাণ তহবিল থেকে ২০২১ সালের ১১ অক্টোবর থেকে ২০২২ সালের ১০ই মার্চ পর্যন্ত নিজ স্বাক্ষরিত চেক দিয়ে ২৩ লাখ ৮৩ হাজার টাকা উত্তোলন করে আত্মসাত করেন। উল্লেখ্য, ইতোমধ্যে এসব দূর্নীতি, অনিয়ম এবং অর্থ আত্মসাতের অভিযোগে মাহাবুব রহমান হাবুর প্রেসক্লাব, রংপুর-এর সাধারণ সদস্য পদ গঠনতন্ত্রের ধারা মোতাবেক বাতিল করা হয়েছে। বর্তমান কমিটি দায়িত্ব গ্রহণের পর সাবেক কোষাধ্যক্ষ ও বর্তমান কার্যকরী কমিটির সদস্য আব্দুর রউফ সরকার অভিযুক্ত আসামীদের বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির অভিযোগ আনলে কার্যকরী কমিটির সভায় আলোচনা করে তিন সদস্য বিশিষ্ট নিরীক্ষা কমিটি গঠন করে প্রেসক্লাব, রংপুর। নিরীক্ষা প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী কার্যকরী কমিটির সভায় প্রতিবেদন পর্যালোচনা করে আসামীদের কাছ থেকে আত্মসাতকৃত টাকা আদায়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যকরী কমিটির ৪ জন সদস্যকে দায়িত্ব দেয়া হয়। সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা চলতি বছরের ৯ অক্টোবর মাহাবুব রহমান হাবু’র সাথে তার পত্রিকা অফিসে গিয়ে ক্লাবের আত্মসাতকৃত টাকা ফেরত দিতে অনুরোধ করলে তিনি টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান এবং রূঢ় আচারণ করেন। বাদীপক্ষের আইনজীবি এ্যাডভোকেট আব্দুল মোকসেত বাহলুল বলেন, প্রেসক্লাব, রংপুর-এর ইতোপূর্বের দায়িত্বপ্রাপ্ত সভাপতি’র আমলে দেশের মানুষের বাক স্বাধীনতা ছিল না, সাংবাদিকদেরও বাকস্বাধীনতা ছিল না। ক্লাবের বহিস্কৃত সাংবাদিক মাহাবুব রহমান হাবুসহ দু’জনের বিরুদ্ধে বর্তমান কমিটির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-সিআর ১৪৫০/২৪। তারিখ ২১-১০-২০২৪ । তিনি জানান, মামলায় মাহাবুব রহমানের বিরুদ্ধে সাধারণ তহবিল ও নির্মাণ তহবিল থেকে বিপুল অংকের টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। এর মধ্যে ২৩ লাখ ৮৩ হাজার টাকা আত্মসাতের অডিট রিপোর্ট অনুযায়ী বর্তমান কমিটি মামলা করেছে। আদালত মামলার বিষয়টি সন্তুষ্টচিত্রে গ্রহণ করে তা পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বিজ্ঞ আদালত সুবিচার করে দেশে একটি ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছি।

Share Button

     এ জাতীয় আরো খবর