January 16, 2025, 2:02 am

সংবাদ শিরোনাম
মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক

‘প্রেমিকার’ সঙ্গে দেখা করতে এসে কলেজছাত্র খুন

প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে কলেজছাত্র খুন

ডিটেকটিভ নিউজ ডেস্ক  

পটুয়াখালীর বাউফল উপজেলায় ‘প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে খুন হয়েছেন এক কলেজছাত্র। গতকাল রোববার উপজেলার সদর ইউনিয়নের গোসিংগা গ্রামে এ ঘটনা ঘটে বলে পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান।

নিহত জীবন বেপারি (৩০) দশমিনা উপজেলার সাংকিপুরা গ্রামের জিতেন্দ্র বেপারির ছেলে। স্থানীয় উলানিয়া কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জীবন গলাচিপার উপজেলার উলানিয়া গ্রামে ভগ্নিপতির বাড়িতে থেকে পড়াশোনা করতেন।

সাহেব আলী পাঠান বলেন, গোসিংগা গ্রামের একটি মেয়ের সঙ্গে জীবনের ফেইসবুকে পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

শনিবার রাতে ওই মেয়ের সঙ্গে দেখা করতে আসে জীবন। সকালে সেখান থেকে ফেরার পথে একই গ্রামের মিন্টুর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দুজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মিন্টু তাকে মারধর করলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

ঘটনার পর থেকে মিন্টু মৃধা (৪২) পলাতক থাকলেও তার মেয়ে সোনিয়াকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

স্থানীয় চৌকিদার মো. নুরুল ইসলাম বলেন, সকালে মিন্টুর বাড়ির উঠানে ওই যুবককে পড়ে থাকতে দেখা যায়।

Share Button

     এ জাতীয় আরো খবর