দেশের মানুষকে মানব সম্পদে পরিণত করতে চায় সরকার: গণশিক্ষামন্ত্রী
ডিটেকটিভ নিউজ ডেস্ক
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, বর্তমান সরকার দেশের ১৭ কোটি মানুষকে মানব সম্পদে পরিণত করতে চায়। সেই লক্ষ্য নিয়ে মানুষের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে এই সরকার। ২০১৮ সালের মধ্যে ব্যবহারের অনুপযোগী ক্লাস রুম সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাদি বাড়ানোর পাশাপাশি আইসিটি বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। গতকাল শনিবার দুপুরে নাটোরের এন এস সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত জেলার প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক শাহিনা খাতুনের সভাপতিত্বে মন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিতে হলে জ্ঞানী মানুষ তৈরি করতে হবে এবং সেই জ্ঞানী মানুষদের সম্পদ হিসেবে সারাবিশ্বে ছড়িয়ে দিতে হবে। তিনি আরো বলেন, ইতোমধ্যে আমরা এমডিজি অর্জন করতে সক্ষম হয়েছি। এখন লক্ষ্য এসডিজি অর্জন। সেই লক্ষ্যেই প্রয়োজন টেকসই উন্নয়ন। সভায় আরো বক্তব্য রাখেন-নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক আবুল খায়ের, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা আলী বাবলু, এন এস সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শামসুজ্জামান প্রমুখ।