মাহমুদুর রহমানের ওপর হামলা পূর্বপরিকল্পিত: ফখরুল
ডিটেকটিভ নিউজ ডেস্ক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মাহমুদুর রহমানকে হত্যার উদ্দেশ্যে হামলা হয়েছে। এ হামলা পূর্বপরিকল্পিত। তিনি বলেন, সেখানে (কুষ্টিয়া) পুলিশের দায়িত্বে যিনি আছেন, তিনি আওয়ামী লীগের চেয়েও ভয়ংকর সন্ত্রাসী। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএফইউজেÑবাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (একাংশ) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে-একাংশ) আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। কুষ্টিয়ায় আদালত প্রাঙ্গণে ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলার প্রতিবাদে ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। গত রোববার কুষ্টিয়ায় মাহমুদুর রহমানের ওপর হামলা হয়। মানহানির মামলায় জামিন নিয়ে বের হওয়ার পর আদালত প্রাঙ্গণেই তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। ওই সময় লাঠি ও ইটপাটকেলের আঘাতে আহন হন মাহমুদুর রহমান। মির্জা ফখরুল বলেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করি। তিনি আমাকে আশ্বস্ত করে বলেন, আমি দেখছি, ব্যবস্থা করছি তার সেফলি বের হয়ে যাওয়ার। তারপরও আমাদের দুর্ভাগ্য, পুলিশের উপস্থিতিতে যেভাবে মাহমুদুর রহমানকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে, আহত করা হয়েছে এটা ইদানীংকালের নজিরবিহীন ঘটনা। কয়েক বছর ধরে আওয়ামী লীগ মুক্তচিন্তার ওপর আঘাত করে চলেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, পরিকল্পিতভাবে গণমাধ্যমকর্মী যাঁরা স্বাধীন চিন্তা করেন, তাঁদের ওপর আক্রমণ করছে। তাঁদের ধ্বংস করে দিতে চাইছে। কোনো রকম স্বাধীন মত প্রকাশের তাঁরা (সরকার) ঘোর বিরোধী। এরা ছদ্মবেশে ভিন্ন পরিচয়ে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়, যার পূর্বশর্ত হিসেবে মুক্ত গণমাধ্যম ধ্বংস করতে চায়। ১৯৭১ সালে যে যুদ্ধ করা হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আজ আওয়ামী লীগ এই গণতন্ত্রকে ধ্বংস করছে। তারা পরিকল্পিতভাবে বিরোধী দলের নেতাকর্মীদের ধ্বংস করছে। এ সময় মির্জা ফখরুল আরো বলেন, আমি আবারও মাহমুদুর রহমানের ওপর আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। যারা এর জন্য দায়ী, তাদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, এ জেড এম জাহিদ হোসেন, শিক্ষাবিষয়ক সম্পাদক ওবায়দুল ইসলাম, গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, ডিইউজের একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।