ডিটেকটিভ নিউজ ডেস্ক
দীর্ঘ ৯ ঘন্টা যাত্রা শেষে চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে রাত্রি যাপন শেষে রোববার (২৯ অক্টোবর) সকাল ১১ টায় কক্সবাজার সার্কিট হাউজের উদ্দেশ্যে রওনা দেয়ার কথা রয়েছে।
গাড়ি বহরে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালোদা জিয়। হামলার আহতাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি। চেয়ারপারসনের বিশেষ সহকারি শিমুল বিশ্বাস সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
এর আগে, দীর্ঘ প্রায় পৌনে ৬ ঘন্টা যাত্রার পর বিকেল ৫টা ১০ মিনিটে ফেনী সার্কিট হাউজে পৌছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে ১ ঘন্টা ৪০ মিনিট যাত্রা বিরতি শেষে ৬ টা ৫০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে ফেনী ত্যাগ করেন তিনি।
এর আগে শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের দেখতে এবং তাদের মধ্যে ত্রাণ বিতরণ করতে কক্সবাজার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বিকেল ৫টার দিকে খালেদার বহরের সঙ্গে থাকা সাংবাদিকদের গাড়ি মোহাম্মদ আলী বাজার লালপুর এলাকায় অতিক্রম করার সময় স্থানীয় একদল যুবক ব্যারিকেড বহরে হামলা চালায়। এ সময় সাংবাদিকদের গাড়ি ভাংচুর হয়। বহরে থাকা ৭১ টেলিভিশন, বৈশাখী, চ্যানেল আই টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমের বেশ কয়েকটি গাড়ি ভাংচুর হয়েছে বলে জানা গেছে।