January 15, 2025, 9:46 pm

সংবাদ শিরোনাম
ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাখাইনের ঘটনা তদন্ত করতে চায় জাতিসংঘ

রাখাইনের ঘটনা তদন্ত করতে চায় জাতিসংঘ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

মিয়ানমারের রাখাইনে অব্যাহত গণহত্যা ও সহিংসতার ঘটনার তদন্ত করতে চায় জাতিসংঘ। এজন্য তারা রাজ্যে অবাধ প্রবেশাধিকারের জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। গতকাল মঙ্গলবার সংস্থাটির তথ্য অনুসন্ধান মিশনের তদন্তকারীদের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়েছে। এ ক্ষেত্রে মিয়ানমার সরকারকে পুনরায় চিন্তা করে দেখতেও বলেছে সংস্থাটির। জাতিসংঘের তথ্য অনুসন্ধান মিশনের প্রধান মারজুকি দারুসমান বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের যেসব ঘটনা রাখাইনে ঘটছে এ বিষয়ে আমাদের নিজ চোখে দেখাটা খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য প্রয়োজন বিনা বাধায় সে দেশে প্রবেশের অধিকার। রাখাইনে গুরুতর মানবিক সংকট চলমান উল্লেখ করে তিনি বলেন, এখানে আমাদের জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হবে। অভিযোগের বিষয়ে মিয়ানমার যে বিশ্বকে তথ্য দিচ্ছে না, তারও সমালোচনা করেন মারজুকি দারুসমান। এর আগে সকালে রাখাইনে সহিংসতার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে সমালোচনার মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চি। এতে তিনি গুরুত্ব দিয়েছেন, আনান কমিশনের প্রস্তাবিত সুপারিশ মেনে নেওয়ার। পাশাপাশি রাখাইনের পরিস্থিতি পর্যবেক্ষণে আন্তর্জাতিক সম্প্রদায়কে আমন্ত্রণ জানান তিনি। তিনি এও বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কীভাবে গুরুত্ব দেওয়া যায়, ঠিক সেভাবেই তার সরকার কাজ করবে। এছাড়া পরিচয় শনাক্ত করে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে সু চি বক্তব্যে তুলে ধরেছেন। তবে বক্তব্যের কোথাও ‘রোহিঙ্গা’ শব্দের ব্যবহার ঘটাননি। এ ব্যাপারে তিনি আগে থেকেই নাক উঁচু। তাদের রোহিঙ্গা জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিতে রয়েছে অনীহা। এদিকে রাখাইন রাজ্যে অব্যাহত গণহত্যা ও নির্যাতন বন্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতি চাপ বাড়াতে আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ-এইচআরডব্লিউ। গত সোমবার সংস্থাটির পক্ষ থেকে বিবৃতিতে এটি জানানো হয়। জাতিসংঘ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইএমও) বলছে, বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী পালিয়ে এসেছেন চার লাখ নয় হাজার। তবে বেসরকারি হিসেবে এই সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে গেছে। সহিংসতায় প্রাণ গেছে তিন হাজারের বেশি মানুষের। বেসরকারিভাবে এই সংখ্যা ১০ হাজার পার করেছে। ঘটনার শুরু গত ২৪ আগস্ট দিবাগত রাতে রাখাইনে যখন পুলিশ ক্যাম্প ও একটি সেনা আবাসে বিচ্ছিন্ন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এর জেরে ‘অভিযানের’ নামে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নিরস্ত্র রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে থাকে। ফলে লাখ লাখ মানুষ সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে নিরাপদ আশ্রয়ের জন্য চলে আসছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, জাতিগত দ্বন্দ্বের জেরে ২০১৬ সালের অক্টোবর থেকে দেশটির উত্তর-পূর্ব রাখাইন রাজ্যে বসবাসরত মুসলিম রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর সহিংসতা চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। সহিংসতার শিকার হয়ে গত বছরের অক্টোবরেও প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন।

Share Button

     এ জাতীয় আরো খবর