নড়াইলে অধিপত্য বিস্তারের জেরে একজনকে কুপিয়ে হত্যা
ডিটেকটিভ নিউজ ডেস্ক
নড়াইলের নড়াগাতিতে দআধিপত্য বিস্তারের বিরোধে’ এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত তরিকুল শেখ (৪০) নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামের ইসরাফিল শেখের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কলাবাড়িয়া গ্রামের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে নড়াগাতি থানার ওসি মাহাবুবুর রহমান জানান। এলাকাবাসীর বরাত দিয়ে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলাবাড়িয়া গ্রামের হাসমত তালুকদারের সঙ্গে তরিকুলের দ্বন্দ্ব চলছিল। এর জেরে হাসমত তালুকদার ও তার লোকজন তরিকুল শেখকে কুপিয়ে হত্যা করে। তিনি বলেন, এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে; তবে এখনো কারো বিরুদ্ধে মামলা হয়নি।