January 16, 2025, 6:12 pm

সরকার পরিবর্তন হবেই, সবাইকে জবাবদিহি করতে হবে: মির্জা ফখরুল

সরকার পরিবর্তন হবেই, সবাইকে জবাবদিহি করতে হবে: মির্জা ফখরুল

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার বদল হবেই, সবাইকে জবাবদিহি করতে হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে সুলতান সালাউদ্দিন টুকু মুক্তি পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘মেজর মিজানকে গ্রেফতার করে তারা বলছে, মিজান নাকি নাশকতার নির্দেশ দিয়েছেন। তার কথোপকথন যেটা বেরিয়েছে সেখানে কোথাও এমন কিছু বলা হয়নি। আবার যেটা বেরিয়েছে সেটা তারই নাকি এ নিয়েও সন্দেহ আছে। তাই আমরা মেজর মিজানের অবিলম্বে মুক্তি চাই। এ ধরনের কর্মকা- থেকে সরকারকে দূরে থাকার পরামর্শ দিচ্ছি। কারণ, আপনারা ভুলে যাবেন না সরকার পরিবর্তন হবেই। সেদিন বেশি দূরে নয়, আপনাদেরও একইভাবে জবাবদিহি করতে হবে।’

নেতাকর্মীদের ঘরের মধ্যে মিটিং বন্ধ করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা অন্তত ঘরের ভেতর মিটিং করা বন্ধ করেন। বাইরে যান, ১০-১৫-২০ জন সাহস করে নামেন। বাইরে গিয়ে কথা বলেন। এটা আপনাদের আরও বেশি প্রয়োজন। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যাই। সরকারকে পরাজিত করতে না পারলে কাউকেই মুক্ত করা যাবে না।’

আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা ঐক্যবদ্ধ হন। আন্দোলনের প্রস্তুতি নিন। আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে। আইনি প্রক্রিয়ায় তার মুক্তি মিলবে না। তার সমস্যা রাজনৈতিক। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে জেলে নেওয়া হয়েছে। সুতরাং রাজনৈতিকভাবে আমাদের তাকে বের করে নিয়ে আসতে হবে।’

Share Button

     এ জাতীয় আরো খবর