বয়স মাত্র ১৮ বছর। এর মধ্যেই দুই মাসে করেছেন ১২টি বিয়ে। ধুমধাম একের পর এক বিয়ে করেন তিনি। এক রাত বা দু রাত পরই পালিয়ে যান। স্বামীর সারা জীবনের আয় রোজগার নিয়ে পালিয়ে জান অজানায়। যা বরদের জীবনের সবচেয়ে বড় শক।
ইসলামে বিশেষ শর্তসাপেক্ষে একজন পুরুষের জন্য চার বিয়ের অনুমতি আছে। তবুও স্বাভাবিকভাবে পুরুষরা এক বিয়েতে ক্ষ্যান্ত থাকেন। তবে বিশ্বে কোথাও কোথাও একাধিক বিয়ের প্রচলন রয়েছে। কিন্তু পাকিস্তানি এই নারী সব সীমা অতিক্রম করে ফেলেছেন।
এসব ঘটনা করতে গিয়ে তিনি নিজের নাম বার বার পরিবর্তন করেন। তার সত্যিকার নাম হাসিনা। এ নারী এক গ্যাংয়ের স্থায়ী সদস্য। ঐতিহাসিক এ নারী তার সৌন্দর্যের মাধ্যমে পুরুষদের ফাঁসিয়েছেন। তার সব বিয়ে জুলাই থেকে আগস্টের মাঝে হয়েছে। মজার বিষয় হলো এ গ্যাংয়ে বানানো বাবা-মা, ভাই-বোন সুন্দর করে সাজানো ছিল। যা দেখে বুঝার উপায় ছিল না যে এরা বানানো বাবা-মা, ভাই-বোন।