ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে প্রথমবার খেলতে এসেই ২০০২ আসরে চমক দেখিয়েছিল সেনেগাল। শেষ আটে তাদের জয়যাত্রা থামলেও মন কেড়েছিল সবার। এরপর ৩টি বিশ্বকাপে তারা থেকেছে দর্শক হয়ে। রাশিয়া বিশ্বকাপেও অবশ্য তাদের শুরুটা হয়েছিল দারুণ। পোল্যান্ডকে হারিয়ে শুরু করেছিল দলটি। রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ের জন্য মরিয়া এক সেনেগালের দেখা মিলল। জাপানের বিপক্ষে দুই দুই বার এগিয়েও গেল তারা। কিন্তু আগের ম্যাচে কলম্বিয়াকে হারানো জাপান যে আর সহজেই হারার পাত্র নয়। ‘এইচ’ গ্রুপের ম্যাচটি তাই ২-২ এ ড্র হয়েছে। সেনেগালকে জিতে ফিরতে দেয়নি জাপান।
রোববার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়ে ‘এইচ’ গ্রুপের দল দুটি। একাতেরিনবার্গে খেলা শুরু হয় বাংলাদেশ সময় রাত ৯টায়। প্রথমার্ধ শেষে ফল ছিল ১-১। সেনেগাল ১১ মিনিটে লিড নেওয়ার পর ৩৪ মিনিটে সমতা আনে জাপান। দ্বিতীয়ার্ধে দুই দলের খেলা আরো জমে উঠে। ৭১ মিনিটে এগিয়ে যায় সেনেগাল। তবে পিছিয়ে পড়েও ফের ম্যাচে সমতা এনেছে জাপান।
আগের ম্যাচে ইতিহাস গড়ে কলম্বিয়াকে ২-১ গোলে হারায় জাপান। প্রথম এশিয়ার দল হিসেবে দক্ষিণ আমেরিকার দলকে হারানোর কৃতিত্ব দেখায় তারা। কেইসুকে হোন্ডা, তাকাশি ইনুয়িরা তাই আত্মবিশ্বাসীই ছিলেন এদিন। আর একারণেই হার না মানা ফুটবল উপহার দিল তারা। পোল্যান্ডকে ২-১ গোলে হারানো সেনেগালও খেলে গেল দারুণ। সমতায় শেষ হওয়া দুই দলের ম্যাচটা তাই সবার মনে লেগে থাকবে অনেক দিন।
এদিন ম্যাচের ১১ মিনিটে সেনেগালকে এগিয়ে দেন সাদিও মানে। ডান পাশ থেকে আক্রমণ ছিল সেনেগালিজদের। উইঙ্গার ইসমাইলা সার ডান পাশ থেকে আক্রমণ সাজান। মোল্লা ওয়াগু বক্সের ওপাশ থেকে ক্রস করেন বাঁ পাশে। গোলপোস্টের পাশ থেকে হেডে ক্লিয়ার করতে গিয়ে বলটা জাপানি উইঙ্গার জেনকি হারাগুচি সেনেগাল ডিফেন্ডার ইউসুফ সাবালির সামনে ফেলেন। তিনি গোলে শট নেন। গোলকিপার এইজি কাওয়াশিমা ঠেকালেন। কিন্তু তার ঠেকানো বল সামনে দাঁড়ানো সেনেগাল অধিনায়ক সাদিও মানের পায়ের সামান্য ছোঁয়ায় জালে গিয়ে জড়ায়। হতভম্ব তখন জাপানিজরা।
জাপানকে ৩৪ মিনিটে সমতা এনে দেন তাকাশি ইনুই। যে গোলে ডিফেন্ডার ইয়তো নাগাতোমোর অবদান মনে রাখতে হবে। বাঁ পাশ থেকে গড়ে ওঠা আক্রমণের শেষ বলটা বানিয়ে দিয়েছেন তিনিই। অফ সাইড ট্র্যাপ ভেঙেছেন দারুণ চতুরতায়। একেবারে শেষের দিকে গিয়ে বলটা পাস করেছেন ইনুইকে। প্রায় ১৫ গজ দূর থেকে নিচ শট নিয়েছেন। জোর ছিল সেই শটে। ইনুইয়ের সেই শট ঠেকাতে পারেননি সেনাগালের গোলরক্ষক এন’দিয়াই।
দ্বিতীয়ার্ধে দারুণ খেলতে থাকে জাপান। ৬৪ মিনিটে যে তারা এগিয়ে যেতে পারেনি তার জন্য শুধু ভাগ্যকেই দায় দিতে পারে। তাকাশি ইনুইয়ের নেওয়া দুর্দান্ত শটটা ক্রসবারে লেগে ফিরে।
তবে ৭১ মিনিটে এগিয়ে যাওয়া সেনেগালের। ইউসুফ সাবালি দুর্দান্ত ড্রিবলিং থেকে বাড়ানো বলে ছোট্ট করে পা ছুঁয়ে দেন এমবায়ে নিয়াং। তার ব্যাক পাস থেকে গোল করেন মোল্লা ওয়াগু।
ফের গোল হজমের পর জাপানকে সমতা এনে দেন কেইসুকে হোন্ডা। ৭৮ মিনিটে জাপানের স্বত্বির গোলটি করেন তিনি। যে গোলে দারুণ এক মাইলফলকও পড়লেন হোন্ডা। সবমিলে ৪ গোল করে এশিয়ার খেলোয়াড়দের মধ্যে হোন্ডাই এখন বিশ্বকাপে সর্বোচ্চ গোল স্কোরার।
২ ম্যাচে ১ জয় ও ১ ড্র তে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জাপান। সমান খেলায় সমান পয়েন্ট নিয়ে সেনেগাল দ্বিতীয় স্থানে। রাত ১২টায় এই গ্রুপের পোল্যান্ড-সেনেগাল ম্যাচ। বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে জাপান খেলবে পোল্যান্ডের বিপক্ষে। সেনেগাল খেলবে কলম্বিয়ার বিপক্ষে।