ডিটেকটিভ বিনোদন ডেস্ক
এসে গেলো সনাতন ধর্মাবলম্বীর সবচেয়ে বড় উৎসব দিওয়ালি। ফুলঝুরি হাতে মেতে উঠেছেন সবাই, বাদ নেই তারকারাও। আলোর এই উৎসবে সামিল তারা। সেই সঙ্গে বাদ নেই তারকা সন্তানেরাও।
‘বীরে ডি ওয়েডিং’ ছবির কাজ নিয়ে ব্যস্ত কারিনা কাপুর খান। কিন্তু সেই ব্যবস্তার মাঝেও ছেলে তৈমুর আলি খানকে নিয়ে দিওয়ালি পালন করেছেন বলিউডের এই অভিনেত্রী। বোন কারিশমা কাপুরের বাড়িতে ছেলেকে নিয়ে সারাদিন কাটিয়েছেন বেবো (কারিনার ডাকনাম)। তবে তার সঙ্গে দেখা যায়নি স্বামী সাইফ আলি খানকে।
অন্যদিকে, সঞ্জয়লীলা বানশালি পরিচালিত ‘পদ্মাবতী’ ছবির কাজ করছেন শহিদ কাপুর। কিন্তু দিওয়ালি উপলক্ষে মেয়ে মিশা কাপুর ও স্ত্রী মীরা রাজপুতের জন্য ঠিকই সময় বের করে নিয়েছেন তিনি। স্ত্রী ও মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন পার্টি ও অনুষ্ঠানে।