December 2, 2024, 2:26 am

সংবাদ শিরোনাম
৩ আগস্ট মৌলভীবাজারে কর্মসূচি ছিল না, এদিনের ঘটনায়ও মামলা! যশোরে বাংলাদেশ ক্যাডেট সেফটি ফাউন্ডেশনের শুভ উদ্ভোদন ফুলছড়া চা বাগান মাঠে গারোদের ঐতিহ্যবাহী অনুষ্ঠান ওয়ানগালা উৎসব পালিত নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড মৌলভীবাজারে সাধারণ মানুষের মধ্যে মামলা ভীতি : স্বস্তির বদলে আতঙ্ক কালিয়াকৈর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে কারওয়ান বাজার থেকে সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেপ্তার কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা অফিসে থাকা-খাওয়ার সুব্যবস্থা রয়েছে সার্বভৌমত্ব-সরকারের নিরাপত্তা ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বর্তমান সরকারকে শক্তিশালী না করলে দেশবাসী নিরাপত্তাহীনতা ভুগবে .লে. কর্ণেল (অব.) খন্দকার ফরিদুল আকবর নবী সা. এর সীরাত-ই আমাদের জীবনের পাথেয়: শায়খুল হাদীস আতাউর রহমান

বগুড়ায় উপুর্যূপরি ছুরিকাঘাতে দম্পতি খুনে আটক ১

বগুড়ায় উপুর্যূপরি ছুরিকাঘাতে দম্পতি খুনে আটক

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

বগুড়ার গাবতলীতে চাচাতো ভাই এর উপুর্যূপরি ছুরিঘাতে নিহত দম্পতি খুনের ঘটনায় অবশেষে খুনি আরমান আলী ওরফে ভেটু(৩০)কে গ্রেফতার করা হয়েছে ঘটনার একদিন পর গত শুক্রবার দিবাগত রাতে তাকে এলাকার একটি কম্যুনিটি সেন্টারের ছাঁদ থেকে গ্রেফতার গাবতলী পুলিশ এদিকে শুত্রবার ময়না তদন্ত শেষে নিহত দম্পতির লাশ তাদের পরিবার বর্গের কাছে হস্তান্তর করা হলে সন্ধ্যায় তাদের পারীবারিক কবরস্থানে তাদের দাফন করা হয় উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের চককাতুলি উত্তরপাড়া গ্রামের মৃত মাদু প্রাং এর ছেলে জিল্লার রহমান ওরফে জিল্লা (৫০)এর সাথে পাশেরবাড়ীর চাচা মৃত নাদের আলী লেদুর ছেলে আরমান আলী ওরফে ভেটুর সাথে বেশ কিছু দিন যাবত জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিল এদিয়ে সম্প্রতি তাদের মধ্য বিচার সালিশ হয় ওই সালিশ বৈঠকের এক সিদ্ধান্তে তার চাচাতো ভাই আরমানকে শুক্রবারের মধ্যই ১০হাজার টাকা দেবার জন্য জিল্লার রহমান ওরফে জিল্লারকে বলা হয়েছিল বৃহস্পতিবার সন্ধ্যা জিল্লার তার স্ত্রী বলবুলি বাড়ীর সামনে আলতাবাজার এলাকার একটি পান দোকানে যায় সময় চাচাতো ভাই আরমান আলী ওরফে ভেটু সেখানে যায় এবং আবারো টাকার জন্য বাকবিতন্ডায় জরিয়ে পরে বাকবিতন্ডার একপর্যায়ে সে নিজের কাছে লুকিয়ে রাখা ছুরি দিয়ে জিল্লার তার স্ত্রী বুলবুলিকে উপৃর্যূপরি ভাবে ছুরিকাঘাত করে এতে করে তারা রক্তাত অবস্থায় লুটিয়ে পড়লে এলাকাবাসী তাদেও মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষনা করেন এব্যপারে গাবতলী মডেল থানার কর্মকর্তা ইনচার্জ খাইরুল বাসার জানান, গোপন এক সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন খুনি ভেটু এলাকায় লুকিয়ে আসেন রাতে তিনি সঙ্গীয় ফোসর্ সহ এলাকার একটি কম্যুনিটি সেন্টারের ছাঁদ থেকে তাকে পাকড়াও করেন

Share Button

     এ জাতীয় আরো খবর