April 30, 2025, 5:28 am

সংবাদ শিরোনাম
মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ পালিত যশোরে ডাক্তার পরিচয়ে বিয়ের প্রলোভনে ইঞ্জিনিয়ারকে ধর্ষণ মৌলভীবাজারে ডাকাতির ঘটনায় ৫ডাকাতসহ গ্রেফতার-৭: অস্ত্র, গুলি, লুণ্ঠিত টাকা ও স্বর্ণালংকার উদ্ধার বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১ এর উদ্যোগে ১৩৯ তম পহেলা মে দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত যশোরে শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি মৌলভীবাজারে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মৌলভীবাজারে কুশিয়ারা নদী ভাঙ্গনের ১৫টি ঘর বিলীন: যুক্তরাজ্য প্রবাসী কামালের প্রতারনার শিকার বাগবাড়ী এলাকার বাসিন্দা হাছনা বেগম যশোরের শার্শা উপজেলায় ইরিধান কাটা শুরু হয়েছে। ব্যস্ততা সময় পার করচ্ছে কৃষকরা মৌলভীবাজারে ডাকিাতি মামলায় তিন আসামী গ্রেফতার

ভোলায় শ্রেণীকক্ষের অভাবে ব্যাহত শিক্ষা ব্যবস্থা

ভোলায় শ্রেণীকক্ষের অভাবে ব্যাহত শিক্ষা ব্যবস্থা

Exif_JPEG_420

ভোলা সংবাদদাতা

ভোলার সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী চন্দ্রপ্রসাদ কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৪৯ সালে স্থাপিত হয়। সময়ের পরিক্রমায় শিক্ষা ব্যবস্থার উন্নয়নের ফলে বর্তমানে এই বিদ্যালয়ে প্রায় ১৮৪৫ জন শিক্ষার্থী রয়েছে। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মাইনুল ইসলাম জুয়েল জানান, বর্তমানে শিক্ষার্থীর তুলনায় শ্রেণিকক্ষের সংখ্যা কম হওয়ায় ব্যাহত হচ্ছে পাঠদান। বিদ্যালয়ে মোট ২১ টি কক্ষের মধ্যে ১৭ টি কক্ষে পাঠদান, ১ টি অফিস, ১টি শিক্ষক মিলনায়তন এবং বাকি ২ টি কক্ষ পরিত্যাক্ত অবস্থায় আছে। বিদ্যালয়ে স্থায়ী শিক্ষক আছেন ১৭ জন এবং অস্থায়ী শিক্ষক আছেন ১১জন। কক্ষের অভাবে বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপন সম্ভব হচ্ছে না যার ফলে শিক্ষার্থীরা ডিজিটাল শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত।
অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ভেলুমিয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুস সালাম এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিদ্যালয়ের শ্রেণিকক্ষের এই সমস্যার সমাধানে উর্ধতন কর্মকর্তাদের  নিকট একধিক বার জানানো হলেও এ বিষয়ে কোনো আশানুরূপ ফল পাওয়া যায় নি। তাই অত্র বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থী ও এলাকাবাসী এই সমস্যা সমাধানে সরকারের সুদৃষ্টি কামনা করছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর