January 16, 2025, 7:56 am

সংবাদ শিরোনাম
মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক

আবাহনী মেরিনার্সকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল

আবাহনী মেরিনার্সকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

প্রিমিয়ার লিগ হকির প্রথম পর্বে মেরিনার ইয়াংসের কাছে হেরে শিরোপা দৌড় থেকে পিছিয়ে পড়েছিল আবাহনী। সুপার ফাইভে গতবারের চ্যাম্পিয়নদের হারিয়েই আশা বাঁচিয়ে রাখল মাহবুব হারুনের দল।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মঙ্গলবার দ্বিতীয় ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ার পর মেরিনার্সকে ২-১ গোলে হারায় আবাহনী। ১৫ ম্যাচে ১৩ জয়ে ৩৯ পয়েন্ট তাদের। প্রথম ম্যাচে রাসেল মাহমুদ জিমির হ্যাটট্রিকে সোনালী ব্যাংককে ৬-০ গোলে হারানো মোহামেডান স্পোর্টিং ক্লাবের পয়েন্টও সমান এক ম্যাচ কম খেলে।

১৪ ম্যাচে ৩৬ পয়েন্ট মেরিনার্সের। আগামি বৃহস্পতিবার সুপার ফাইভের শেষ ম্যাচে মোহামেডানের মুখোমুখি হবে তারা। এ ম্যাচ না হারলেই শিরোপা জিতবে মোহামেডান। মোহামেডান হারলে তিন দলেরই পয়েন্ট হবে ৩৯; তখন আবাহনী, মোহামেডান ও মেরিনার্সকে নিয়ে নিয়ে হবে প্লে-অফ।

প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যায় মেরিনার্স। পুস্কর ক্ষীসা মিমোর পুশ রেজাউল করিম বাবু স্টপ করার পর মামুনুর রহমান চয়ন হিট ফিরে আসে। এরপর বাবুর ফিরতি হিটে ফরহাদ আহমেদ সিটুল আলতো টোকায় লক্ষ্যভেদ করেন।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে আবাহনী। ৪৪তম মিনিটে ডান দিক থেকে আশরাদ হোসেনের বাড়ানো বল সারোয়ার হোসেনের স্টিক ঘুরে পেয়ে যান রোমান সরকার; সুযোগ কাজে লাগাতে ভুল হয়নি এই মিডফিল্ডারের।

৫১তম মিনিটে গোলরক্ষক অসীম গোপ সার্কেলের মধ্যে সারোয়ারকে ফাউল করলে পেনাল্টি স্ট্রোক পায় আবাহনী। আশরাফুল ইসলাম দলকে এগিয়ে নেন। শেষ দিকে আবাহনীর রক্ষণে চাপ দিয়ে একাধিক পেনাল্টি কর্নারের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি মেরিনার্স।

Share Button

     এ জাতীয় আরো খবর