সানে নেই জার্মানির বিশ্বকাপ দলে
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
রাশিয়া বিশ্বকাপের জন্য জার্মানির ২৩ সদস্যের চূড়ান্ত দলে জায়গা হয়নি ম্যানচেস্টার সিটির উইঙ্গার লেরয় সানের।
গত মাসের মাঝামাঝিতে ইওয়াখিম লুভের ঘোষণা করা ২৭ সদস্যের প্রাথমিক দলে ছিলেন ক্লাবের হয়ে দারুণ একটি মৌসুম কাটানো সানে। কিন্তু ঠাঁই হলো না চূড়ান্ত দলে।
প্রাথমিক দল থেকে বাদ পড়া বাকি তিন জন হলেন-বায়ার লেভারকুজেনের গোলরক্ষক বার্নড লেনো, ডিফেন্ডার জোনাথান টাহ ও ফ্রেইবুর্গের স্ট্রাইকার নিলস পিটারসেন।
অস্ট্রিয়ার বিপক্ষে ২-১ গোলের হারের প্রস্তুতি ম্যাচ দিয়ে ৯ মাস পর খেলায় ফেরা অধিনায়ক ও গোলরক্ষক মানুয়েল নয়ারের চূড়ান্ত দলে জায়গা পেতে কোনো সমস্যা হয়নি।
১৭ জুন মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার লড়াই। ‘এফ’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ সুইডেন ও দক্ষিণ কোরিয়া।
২৩ সদস্যের জার্মানি দল:
গোলরক্ষক: মানুয়েল নয়ার (বায়ার্ন মিউনিখ), মার্ক-আন্ড্রে টের স্টেগেন (বার্সেলোনা), কেভিন ট্রাপ (পিএসজি)
ডিফেন্ডার: জেরোমে বোয়াটেং (বায়ার্ন মিউনিখ), মাথিয়াস জিন্টার (বরুসিয়া মনশেনগ্লাডবাখ), ইয়োনাস হেক্টর (কোলন), মাটস হুমেলস (বায়ার্ন মিউনিখ), জসুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ), মার্ভিন প্লাটেনহার্ডট (হার্থা বার্লিন), আন্টোনিও রুডিগার (চেলসি), নিকলাস জুলে (বায়ার্ন মিউনিখ)
মিডফিল্ডার: ইউলিয়ান ব্রান্ডট (বায়ার লেভারকুজেন), ইউলিয়ান ড্রাক্সলার (পিএসজি), লিয়ন গোরেটস্কা (শালকে), ইলকাই গিনদোয়ান (ম্যানচেস্টার সিটি), সামি খেদিরা (ইউভেন্তুস), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), মেসুত ওজিল (আর্সেনাল), সেবাস্টিয়ান রুডি (বায়ার্ন মিউনিখ)
স্ট্রাইকার: মারিও গোমেস (স্টুটগার্ট), টমাস মুলার (বায়ার্ন মিউনিখ), মার্কো রয়েস (বরুসিয়া ডর্টমুন্ড), টিমো ভেরনার (আরবি লাইপজিগ)