জাতীয় বিশ^বিদ্যালয়ের ২৫বছর পূর্তি আজ
ডিটেকটিভ নিউজ ডেস্ক
জাতীয় বিশ^বিদ্যালয়ের রজতজয়ন্তী আজ শনিবার। এ উপলক্ষে শনিবার এবং ২৫ ও ২৬ অক্টোবর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এ বছর বিশ^বিদ্যালয়টি প্রতিষ্ঠার ২৫ বছর। বিশ^বিদ্যালয়ের রজতজয়ন্তী উদযাপনের লক্ষ্যে গাজীপুর ক্যাম্পাসসহ সারাদেশের ২ হাজার ২৪৯টি অধিভুক্ত কলেজে তিনদিনের অনুষ্ঠানমালা গ্রহণ করা হয়েছে। শনিবারের অনুষ্ঠানের মধ্যে রয়েছে– সকাল ১০ টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২ হাজার ২৪৯টি কলেজে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ’–এ অভিন্ন ব্যানারে শিক্ষক–শিক্ষার্থী–কর্মকর্তা–কর্মচারীদের আনন্দ শোভাযাত্রা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন–অর–রশিদ এ দিন সকাল ১০টায় রাজধানীর সিদ্ধেশ^রী গার্লস কলেজে আনন্দ শোভাযাত্রায় যোগ দেবেন। ২৫ অক্টোবর বেলা ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এদিন সকাল ১১ টা ৫ মিনিটে বিশ^বিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন সড়কে রজতজয়ন্তী শোভাযাত্রা, সাড়ে ১১ টায় ডক্যুমেন্টারি প্রদর্শন, ১১ টা ৪০ মিনিটে উদ্বোধনী দিবসের আলোচনা সভা ও বেলা ১ টায় স্মৃতিচারণ। ২৬ অক্টোবরের কর্মসূচির মধ্যে রয়েছে– সকাল ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সকাল ১০ টা ৫ মিনিটে ডক্যুমেন্টারি প্রদর্শন, সোয়া ১০ টায় আলোচনা সভা, বেলা আড়াই টায় স্মৃতিচারণ ও সাড়ে ৩ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে। ২৫ ও ২৬ অক্টোবরের কেন্দ্রীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ^বিদ্যালয়ের ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. হারুন–অর–রশিদ।