ঋদ্ধিমান আফগানিস্তানের বিপক্ষে টেস্ট থেকে ছিটকে গেলেন
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
আইপিএল জুড়ে ঋদ্ধিমান সাহাকে প্রচ- ভুগিয়েছে চোট। ওই চোট কাটিয়ে ফেরার পর আবার নতুন করে পেয়েছেন নতুন চোট। ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যানকে যা ছিটকে দিল আফগানিস্তানের বিপক্ষে টেস্ট থেকে। তার বদলে ডাক পেয়েছেন দিনেশ কার্তিক।
কাঁধের চোটে এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রাথমিক রাউন্ডের ছয়টি ম্যাচে খেলতে পারেননি ঋদ্ধিমান। পরে ফিরেছিলেন ফাইনালে ওঠার লড়াইয়ের ম্যাচে। সেদিনই বুড়ো আঙুলে চোট পান কলকাতা নাইট রাইডার্সের তরুণ ফাস্ট বোলার শিভাম মাহির বাউন্সারে।
এই চোট ঋদ্ধিমানকে মাঠের বাইরে রাখবে পাঁচ থেকে ছয় সপ্তাহ।
ভারতের গত দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্টের পর হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে আর খেলতে পারেননি ঋদ্ধিমান। সেসময় স্কোয়াডে ছিলেন কার্তিক ও পার্থিব প্যাটেল। তবে খেলার সুযোগ পেয়েছিলেন পার্থিব।
সুযোগটি তখন সেভাবে কাজে লাগাতে পারেননি পার্থিব। দ্ইু টেস্টের চার ইনিংসে রান করেছিলেন ৫৬। সেঞ্চুরিয়ন টেস্টে দুটি সুযোগও হাতছাড়া করেছিলেন উইকেটের পেছনে। এবার তাই ভাগ্যের দুয়ার খুলল কার্তিকের।
৩৩ বছর বয়সী কার্তিকের টেস্ট অভিষেক সেই ২০০৪ সালে। তবে কখনোই গতি পায়নি টেস্ট ক্যারিয়ার। মহেন্দ্র সিং ধোনির জমানায় জায়গা করে নেওয়াও ছিল কঠিন। তারপরও ২৩টি টেস্ট খেলতে পেরেছিলেন, সবশেষটি ২০১০ সালের জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে। চোটের কারণে সেই টেস্টে ছিলেন না তখনকার অধিনায়ক ধোনি। ৮ বছর পর এবার কার্তিক সুযোগ পাচ্ছেন থমকে যাওয়া ক্যারিয়ারে নতুন দম দেওয়ার।
১৪ জুন বেঙ্গালুরুতে শুরু হবে ভারত ও আফগানিস্তানের টেস্ট। টেস্টের নবীনতম সদস্য আফগানিস্তানের এটি অভিষেক টেস্ট।