বৈরি আবহাওয়ায় সদরঘাট থেকে সারাদেশের নৌ চলাচল বন্ধ
ডিটেকটিভ নিউজ ডেস্ক
বৈরি আবহাওয়ার কারণে সদরঘাট থেকে সারাদেশের সঙ্গে নৌ–চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)। গতকাল শুক্রবার বেলা ৪টায় বিষয়টি জানিয়েছেন বিআইডাব্লিউটিএ’র সদরঘাটে দায়িত্বরত নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন। তিনি বলেন, বেলা আড়াইটা থেকে নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে।এর আগে সকাল থেকে ৬৫ ফিটের নিচের লঞ্চগুলো বন্ধ রাখা হয়েছিলো। পরে আবহাওয়া আরো বিরূপ আকার ধারন কারায় সকল নৌ যান বন্ধ রাখা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল নৌ চলাচল বন্ধ থাকবে। বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির প্রধান উপদেষ্টা গোলাম কিবরিয়া টিপু বলেন, বিআইডাব্লিউটিএ লঞ্চ বন্ধ রাখার ঘোষণা দেওয়ায় মালিক পক্ষ কোনো লঞ্চ ছাড়ছে না। আবওয়ার পরিবর্তন না হওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে।