October 10, 2024, 7:16 am

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন

এটিএন বাংলায় ‘নসু ভিলেনের সংসার’

এটিএন বাংলায় ‘নসু ভিলেনের সংসার’

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে ১০ পর্বের ধারাবাহিক ‘নসু ভিলেনের সংসার’। এটি গত বছর ঈদ উল ফিতরে প্রচারিত ‘নসু ভিলেন’ নাটকের সিক্যুয়াল। নাটকটি ঈদের দিন থেকে ১০ম দিন পর্যন্ত রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে। বৃন্দাবন দাসের রচনায় এটি পরিচালনা করেছেন সাগর জাহান। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আল মনসুর, চঞ্চল চৌধুরী, আ.খ.ম.হাসান, আরফান আহমেদ, নাদিয়া নদী, তানজিকা আমিন, শাহানাজ খুশি প্রমুখ।

তিন ভাই নওশের আলী, সমশের আলী, জমশেদ আলী।

গ্রামের মধ্যবিত্ত পরিবারের সন্তান। বাবা মারা যাবার পর উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিই তাদের একমাত্র আয়ের পথ। তিন ভাই-ই কম বেশী অলস, কর্ম বিমুখ। বড় ভাই সমশের কানে কম শোনে-তাই তার কানে মেশিন লাগানো। কিন্তু ঠসা বললে ক্ষেপে যায়। মেজ ভাই জমশেদ চোখে কম দেখে-পাওয়ারফুল চশমা পরে সব সময়। তাকে অবশ্য জমশেদ কানা বললে রাগ করে না। নসু সখের যাত্রা দলে ভিলেনের অভিনয় করে। তাই এলাকায় তার পরিচিতি নসু ভিলেন নামে। স্বাভাবিক কথার মধ্যেও নিজের অজান্তেই ভিলেনের সংলাপের সুর চলে আসে। এ কারণে প্রেমিক বধুও রাতে একঘরে থাকে ভয় পায়। তিন ভাইয়ের মধ্যে কার বউ বেশী সুন্দরী এ নিয়ে প্রতিযোগিতা এবং কম বেশী ঝগড়া প্রায় প্রতিদিনের ঘটনা। পক্ষান্তরে বউদের মধ্যেও একই ধরনের দ্বন্দ্ব রয়েছে কোন ভাই সবচেয়ে সুদর্শন তা নিয়ে। বউয়ে বউয়ে এ নিয়ে ঝগড়াও বাঁধে। এলাকার মানুষজন বেশ উপভোগ করে।

নসু ভিলেন বড় ভাবীর সুন্দরী বোনকে বিয়ে করে আনার পর মধুচন্দ্রিমার রেশ কাটতে না কাটতেই শুরু হয় দ্বন্দ্ব। কখনো ভাইয়ে ভাইয়ে-কখনো বউদের মধ্যে। কখনো আবার দুই বোন এক হয়ে মেজ বউয়ের বিরুদ্ধে। এসব অশান্তিতে নসুও অতিষ্ঠ হয়ে ওঠে। ইদানীং প্রায়ই তাই বউয়ের সঙ্গে তার ঠোকাঠুকি বেঁধে যায়। স্ত্রী তাকে বাবার বন্দুকের ভয় দেখায়। নসু ভিলেনের হাসি দিয়ে বলে তোকে মারতে আমার বন্দুক লাগবে না। তার এই ভিলেনী সংলাপই কাল হয়। রাগে-ভয়ে ঘর ছেড়ে চলে যায় স্ত্রী। শুরু হয় নতুন জটিলতা…

Share Button

     এ জাতীয় আরো খবর