December 2, 2024, 2:24 am

সংবাদ শিরোনাম
৩ আগস্ট মৌলভীবাজারে কর্মসূচি ছিল না, এদিনের ঘটনায়ও মামলা! যশোরে বাংলাদেশ ক্যাডেট সেফটি ফাউন্ডেশনের শুভ উদ্ভোদন ফুলছড়া চা বাগান মাঠে গারোদের ঐতিহ্যবাহী অনুষ্ঠান ওয়ানগালা উৎসব পালিত নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড মৌলভীবাজারে সাধারণ মানুষের মধ্যে মামলা ভীতি : স্বস্তির বদলে আতঙ্ক কালিয়াকৈর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে কারওয়ান বাজার থেকে সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেপ্তার কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা অফিসে থাকা-খাওয়ার সুব্যবস্থা রয়েছে সার্বভৌমত্ব-সরকারের নিরাপত্তা ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বর্তমান সরকারকে শক্তিশালী না করলে দেশবাসী নিরাপত্তাহীনতা ভুগবে .লে. কর্ণেল (অব.) খন্দকার ফরিদুল আকবর নবী সা. এর সীরাত-ই আমাদের জীবনের পাথেয়: শায়খুল হাদীস আতাউর রহমান

বাগেরহাটে তিন দিনে ৩ জনের লাশ উদ্ধার

বাগেরহাটে তিন দিনে জনের লাশ উদ্ধার

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

বাগেরহাটের ফকিরহাট উপজেলার গত তিন দিনের ব্যবধানে পৃথক স্থান থেকে ৩জনের লাশ উদ্ধার করে ফকিরহাট মডেল থানা পুলিশ গত বুধবার সন্ধ্যায় ডহরমৌভোগ গ্রামের একটি মৎস্য ঘের থেকে অসিম মন্ডল (৫০) নামের এক দিনমুজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ এলাকাবাসী জানায়, ওই এলাকার ননীগোপালের মৎস্য ঘেরে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পে খবর দেয় ক্যাম্প ইনচার্জ এসআই মহিউদ্দিন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্র্গে পাঠায় ব্যাপারে সংশ্লিষ্ট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে কর্মকর্তা ইনচার্জ লাশ উদ্ধারের সত্যতা কথা স্বীকার করে বলেন ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ উদঘাটন হবে মৃতের পরিবার জানায়, অসিম মন্ডল ঘটনার দিন সকাল ১১টায় বাড়ী থেকে বের হয়ে আর বাড়ী ফিরে যায়নি তবে সে আকস্মিক অসুস্থ হয়ে তার মৃত্যু হতে পারে বলে স্থানীয়রা জানায় অপরদিকে, বাহিরদিয়ামানসা ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের মকসুদ আলী (৫৫) নামের এক গ্রাম পুলিশ (চৌকিদার) এর মৃত্যুর ঘটনা ঘটেছে স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার রাত ৯টার দিকে মকসুদ আলী মাছ ধরতে গিয়ে আকস্মিকভাবে হৃদক্রিয়া যন্ত্র বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন এছাড়া, গত সোমবার সকালে উপজেলার মূলঘর ইউনিয়নের সৈয়দ মহল্লা এলাকার একটি সড়কের পাশের ডোবা থেকে মালেক হাওলাদার (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ নিহতের পরিবার স্থানীয়রা জানান, নলধামৌভোগ ইউনিয়নের নলধা উকিলপাড়ার মালেক হাওলাদার ফকিরহাট বাজার থেকে রোববার রাতে বাইসাইকেলযোগে বাড়ীর উদ্দ্যেশে রওনা দেওয়ার পর বাড়ীতে ফিরে যায়নি রাতে তাকে বিভিন্ন জায়গা খোজখবর নেওয়ার একপর্যায়ে ওই স্থানে সাইকেল সহ পড়ে থাকতে দেখা যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে মর্গে পাঠায়

Share Button

     এ জাতীয় আরো খবর