October 10, 2024, 5:27 am

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন

ছুটছেন পূজা

ছুটছেন পূজা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

জনপ্রিয় সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা। চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মধ্য দিয়ে সংগীতে পথচলা শুরু তার। এরপর থেকেই নিয়মিতভাবে গান করে যাচ্ছেন তিনি। গত কয়েক বছরে ধারাবাহিকভাবে বেশ কিছু জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। পাশাপাশি প্লেব্যাক ও স্টেজেও তিনি ছিলেন ব্যস্ত। চলতি সময়টাও গানের ব্যস্ততায় যাচ্ছে তার।

সব মিলিয়ে দিনকাল কেমন কাটছে? পূজা বলেন, বেশ ভালো। গান ও পরিবার নিয়েই সময়টা কাটছে এখনকার। বর্তমান ব্যস্ততা কি নিয়ে? পূজা বলেন, এখন আসলে ঈদের গান ও অনুষ্ঠান নিয়ে ব্যস্ত আছি। বেশ কয়েকটি গান ঈদে প্রকাশের কথা রয়েছে। সেগুলোর কাজ করেছি। এর বাইরে ঈদের অনুষ্ঠানের শুটিং চলছে বিভিন্ন চ্যানেলের। ঈদ পর্যন্ত শুটিং রয়েছে। এই তো। স্টেজ শোতো এখন নেই? পূজা বলেন, রমজান ও বর্ষার কারণে স্টেজ এখন নেই বললেই চলে। তবে রমজানের আগ পর্যন্ত স্টেজ শো নিয়ে ব্যস্ত ছিলাম। টানা শোও করেছি। আপনার সর্বশেষ প্রকাশিত গান ছিল ‘একটাই তুমি’। তাহসানের সঙ্গে গানটি গাওয়া হয়েছে। এর সাড়া কেমন মিলেছে? পূজা উত্তরে বলেন, অনেক ভালো সাড়া পেয়েছি। গানটির জন্য অনেক শুভেচ্ছা ও প্রশংসা পেয়েছি। এটি এমন একটি গান যেটি দীর্ঘ সময় ধরে টিকে থাকবে বলে আমার বিশ্বাস। তাছাড়া গানটির ভিডিও পছন্দ করেছেন দর্শকরা। তাহসান ভাইয়ের সঙ্গে এটি আমার দ্বিতীয় গান ছিল। সব মিলিয়ে গানটি থেকে অনেক সাড়া পেয়েছি। নতুন গান কিংবা অ্যালবাম নিয়ে পরিকল্পনা আছে? পূজা বলেন, অবশ্যই আছে। বেশ কিছু কাজের পরিকল্পনা করেছি এ বছর। সেগুলো নির্দিষ্ট সময় পর পর প্রকাশ হবে। তবে এখনই সে বিষয়ে কিছু বলতে চাইছি না। এটা সবার জন্য চমক হিসেবে থাক। আমি আসলে ভালো গানের জন্য প্রতিনিয়ত ছুটছি। সেরকম কিছু গানই সামনে প্রকাশ হবে। প্লেব্যাক এর কি খবর? পূজা বলেন, অনেক দিন ধরেই সিনেমায় গান গাওয়া হয়নি। সর্বশেষ ‘সত্তা’ ছবিতে প্লেব্যাক করেছিলাম। সেটি ছিল পান্থ কানাই দাদার সঙ্গে একটি দ্বৈত গান। সুর ও সংগীত করেছিলেন বাপ্পা মজুমদার। আর এখন বেশ কিছু সিনেমার গানের প্রস্তাব রয়েছে। ব্যাটে বলে মিলে গেলে হয়তো করবো। বর্তমানে অডিও ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে? পূজা বলেন, আমার তো মনে হয় ভালো। যদিও গত বছর কিছুটা ধীরগতিতে চলেছে ইন্ডাস্ট্রি। তবে নতুন বছরে আমি আশাবাদী। পুরো ইন্ডাস্ট্রি গত বছরের তুলনায় এ বছর এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। কারণ আমরা ডিজিটালি গান প্রকাশে এখন অভ্যস্ত হয়ে গেছি। এখন কোম্পানিগুলোও বিনিয়োগ করছে। প্রচার প্রচারণাও ভালো করছে। সিডি হয়তো প্রকাশ হয় না। কারণ, এখন সবাই মোবাইল ও ল্যাপটপে গান শুনছে। ইউটিউব হয়ে উঠেছে গান শোনার সবচেয়ে বড় মাধ্যম। এটার খুব দরকার ছিল। এবার ভিন্ন প্রসঙ্গে আসি। সংসার কেমন চলছে? পূজা বলেন, অনেক ভালো চলছে। আমার স্বামী অন্তু আমার খুব ভালো বন্ধুও। তাই তার সঙ্গে আমার বোঝাপড়াটাও ভালো। আমাদের বেশ চলে যাচ্ছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য।

Share Button

     এ জাতীয় আরো খবর