November 16, 2025, 8:38 pm

সংবাদ শিরোনাম
ইয়াবা কারবারি ফ্যাসিস্ট সহযোগীরা দাপিয়ে বেড়াচ্ছে হাইওয়ে পুলিশ, নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক গংগাচড়ায় গজঘন্টা ইউনিয়ন বিএনপি সেক্রেটারির অপতৎপরতায় দিনভর উত্তপ্ত আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা-মৌলভীবাজারের চার আসনেও মনোনয়ন চূড়ান্ত প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত এনসিপি বৃষ্টি আর বাতাসে নুয়ে পড়েছে ধানক্ষেত, দুশ্চিন্তায় কৃষকরা ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন র‍্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এস্কাফ (ESKuf) ও গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রোহিঙ্গা ক্যাম্প থেকে রংপুরের মোবারক আলী হত্যা মামলার মূলহোতা গ্রেপ্তার নবীগঞ্জে বার বার মেয়ে প*রকিয়া**য় জড়িয়ে পরার কারণে নিজ হাতে খু*ন করলেন পিতা

ভোলায় শিক্ষক নিয়োগ পরীক্ষার জালিয়াতী চক্রের ৩ সদস্য গ্রেফতার

রাকিব হোসেন ভোলা জেলা প্রতিনিধিঃ

ভোলা শহরের ইসলামিয়া আবাসিক হোটেলে ভোলা জেলা ডিবি পুলিশের টিম অভিযান চালিয়ে প্রশ্নপত্রের উত্তর সরবরাহ চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। পুলিশ সূত্রে জানায়, ভোলা জেলা পুলিশ সুপারের নির্দেশ ডিবি ওসির নেতৃত্বে এসআই শ্রী সঞ্জয় বিশ্বাসসহ গত রাত সাড়ে ১১টার দিকে ভোলা থানাধীন সদর রোডস্থ ইসলামিয়া আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১০টি ইলেকট্রিক ডিভাইস, ১০টি ইয়াররিং ফোন ৭টি ডিভাইসের ব্যাটারি ৮টি মোবাইলসহ নিয়োগ পরিক্ষার উত্তরপত্র সরবরাহসহ চক্রের নেতা মো: নুরুল মমিন (২৪),মো: ফাহাদ হাওলার(২৫), মো: হাবিবুর রহমান (২৫) কে গ্রেফতার করা হয়। আটককৃত উত্তরপত্র সরবরাহকারীরা নুরুল আমিন তজুমদ্দিন উপজেলার গোলকপুর গ্রামের বাসিন্দা মৃত মো: নুরুল ইসলামের ছেলে। আরেকজন ফাহাদ হাওলাদার, চরফ্যাশন উপজেলার হালিমাবাদ গ্রামের বাসিন্দা শাহাজান চান মিয়ার ছেলে। হাবিবুর রহমান শাকিল তজুমদ্দিন উপজেলার মাহারকান্দি গ্রামের বাসিন্দা নাজমুল হকের ছেলে। ভোলা জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ শহিদুল ইসলাম জানান, গতরাত সাড়ে ১১টার দিকে ইসলামিয়া আবাসিক হোটেলে অভিযান চালিয়ে প্রশ্নত্রের উত্তর সরবরাহ ডিভাইসসহ চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে । পরে জেলা পুলিশ সুপারের কার্যালয় জিজ্ঞেসাবাদে তাদের দেয়া আরো ৩ সদস্য চক্রের তথ্য পাওয়া গেছে। এরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাদেরকেও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে ভোলা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানাযায়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা ( অপরাধ ) আইন ১৯৮০ এর ৯/১৩ ধারার মামলায় জেলহাজতে পাঠিয়ে দেয়।

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৪মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর