January 3, 2025, 12:33 am

সংবাদ শিরোনাম
কুড়িগ্রামে সূর্যের দেখা নেই দুদিন, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা লামায় তিনদিন পর নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার চিলমারীতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত বামনায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ জ্ঞানভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে বিএনপি’র ৩১ দফার বিকল্প নেই -ব্যারিস্টার জামান গাইবান্ধার সাদুল্লাপুরে শীতের প্রকোপে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ শিবচরে বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি ; প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল লুট বনার্ঢ্য আয়োজনে নীলফামারীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী বোরহানউদ্দিনে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত নতুন বছরে নতুন সূর্য অবলোকনে কুয়াকাটায় ভীড় করছে পর্যটকরা

ছাতকে বড়কাপন-দোয়ারা সড়কের বেহাল দশা

চান মিয়া, ছাতক থেকেঃ
ছাতকে বড়কাপন-দোয়ারাবাজার একটি ব্যস্ততম সড়ক হিসেবে পরিচিত। দু’উপজেলার জনসাধারণের একমাত্র যাতায়াতের রাস্তা এটি। গত চারদলীয় জোট সরকারের আমলে ব্রিজসহ সড়কটি পাকাকরণ করা হয়। কিন্তু এরপর থেকে আর কোন কাজ না করায় গোটা সড়ক যেন চলাচলের ক্ষেত্রে মরণ ফাঁদে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন স্থানে সৃষ্ঠ গভীর গর্তগুলোতে পানি জমে গোটা সড়ক যেন হাজারো মিনি নদী-নালায় পরিণত হয়। এতে গাড়ি চলাচলের সময় এসব এক থেকে দেড় ফুট গভীর গর্তে গাড়ি পড়ে যাত্রিদের মারাত্মক দূর্ঘটনার শিকার হতে হয়। কিন্তু বছরের পর বছর এসব সড়কে কাজ না করলেও দলীয় নেতা, পাতি নেতা, এমনকি সাধারণ মানুষ রাস্তা সংস্কারের দাবিতে সর্বদাই সোচ্ছার আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন। এসড়কে প্রত্যহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ হাজার হাজার সাধারণ মানুষ চলাচল করে থাকেন। কিন্তু গাড়ি চলার সময় খানা-খন্দকের নোংরা পানিতে কাপড় ভিজে মারাত্মক বিব্রতকর অবস্থার মধ্যে পড়েন তারা। এলাবাসি জানান, এসড়কে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার প্রায় ৪০থেকে ৫০টি গ্রামের লোকজন চলাচল করে থাকেন। এতে সিএনজি-ফোরস্টোক, অটো-টেম্পু, অটো-রিকশা, লেগুনা ও কার-লাইটেসের চালকরা ভাঙ্গন কবলিত এড়কে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রী নিয়ে চলাচল করছেন। ব্যবসায়ি জফর আলী, সেলিম আহমদ, আব্দুস সাত্তার ও ইলিয়াছ আলীসহ অনেকে বলেন, জনপ্রতিনিধিদের কাছে অনেক অনুনয়-বিনয়ের পরও রাস্তার সংস্কার করা হয়নি। কিন্তু তারা তাদের দলীয় নেতাকর্মিদের মোটাতাজা করণে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে সব চেয়ে ভোগান্তি পোহাচ্ছেন মালামাল পরিবহনের ক্ষেত্রে দোয়ারাবাজারের গোটা ব্যবসায়ি মহল। জানা গেছে, বিএনপি সরকারের আমলে সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন এ সড়কটি ব্রিজসহ পাকাকরণের কাজ সম্পন্ন করেন। কিন্তু এখন বড়কাপন পয়েন্ট এলাকাসহ গোটা সড়কে গভীর গর্ত ভাঙ্গন সৃষ্টি হওয়ায় এলাকাবাসি এব্যাপারে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৩মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর