November 11, 2024, 1:31 am

কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ মিছিল-স্মারকলিপি প্রদান

আরিফুল ইসলাম DPDI কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়নের সিতাইঝাড় এলাকায় ধরলা নদীর প্রলয়ঙ্করী ভাঙনে দিশেহারা এলাকার মানুষ মানববন্ধন. বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছে। বৃহস্পতিবার সকালে ৮ দফা দাবিতে তারা ভাটলার পাড় এলাকায় ধরলা নদীর তীর ধরে মানববন্ধন করে। এসময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন এরশাদুল হক, রমজান আলী, গাজিউর রহমান, জামান, সহিদুল প্রমুখ।

এলাকাবাসী জানান, গত চার বছরে ধরলা নদীর ভাঙনে পাঁচশ’ বিঘা আবাদি জমি, ২ শতাধিক বাড়িঘর এবং ওয়াপদা বাঁধের অর্ধকিলোমিটার এলাকা নদীগর্ভে বিলিন হয়ে যায়। এছাড়াও হুমকীর মুখে পড়েছে স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দিরসহ আবাদি জমিন। বাড়িঘর হারিয়ে নি:স্ব পরিবারগুলো অসহায়ভাবে জীবন যাপন করছে। ওই এলাকায় ভাঙন অব্যাহত থাকার পরও স্থায়ীভাবে কোন প্রটেকশন কাজ না করায় দিশেহারা ভাঙন কবলিতরা। ফলে নারী-পুরুষ-শিশুসহ এলাকার মানুষ স্থায়ী প্রতিরোধমুলক কাজের জন্য দাবি জানান।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে এলাকার মানুষ জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন’র মাধ্যমে জেলা প্রশাসন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি, জেলা পরিষদসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি হস্তান্তর করে।
স্মারকলিপিতে ৮ দফা দাবির মধ্যে রয়েছে, চর সিতাইঝাড় ভাটলা স্লুইচগেট রক্ষায় পূর্বদিকে ১ কিলোমিটার বাঁধ পূণনির্মাণ, দ্রুত নদী শাষন ব্যবস্থা গ্রহন, ধরলা নদী খনন করা, নদীর পাড় ব্লক দেয়া, নদী ভাঙা পরিবারদের জন্য আবাসন বা গুচ্ছগ্রাম নির্মাণ প্রভৃতি।

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১১মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর