January 9, 2025, 2:34 am

সংবাদ শিরোনাম
হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম মৌলভীবাজার জেলা বিএনপি নেতা গাজী মারুফ মৃত্যু, বিএনপির মহাসচিব ও জেলা বিএনপির শোক,জানাযার নামাজ বুধবার সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায় ঘরেও জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্সের হেলস ঝড়ে জয়ে নিয়ে মাঠ ছাড়লো রংপুর সুন্দরগঞ্জে বাবা-মাকে জিম্মি করে সম্পত্তি কুক্ষিগত

জেসুস-স্টার্লিংয়ের গোলে নাপোলিকে হারাল সিটি

জেসুস-স্টার্লিংয়ের গোলে নাপোলিকে হারাল সিটি

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

গাব্রিয়েল জেসুস, রাহিম স্টার্লিংদের নৈপুণ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও জয়ের ধারা ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। ‘এফ’ গ্রুপের ম্যাচে ইতালির দল নাপোলিকে ২-১ গোলে হারিয়েছে পেপ গুয়ার্দিওলার দল। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সিটি। গত মঙ্গলবার রাতে গ্রুপের অন্য ম্যাচে ফেইনুর্ডকে ২-১ গোল হারানো শাখতার দোনেৎস্ক ৬ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। নিজেদের মাঠ ইতিহাদে সর্বশেষ প্রিমিয়ার লিগ ম্যাচে স্টোক সিটিকে ৭-২ গোল উড়িয়ে দেওয়ার আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামা সিটি নবম মিনিটেই এগিয়ে যায়। কাইল ওয়াকারের প্রচেষ্টা ফিরে আসার পর ফিরতি বল নিখুঁত শটে জালে জড়িয়ে দেন রাহিম স্টার্লিং। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে নেয় প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা দলটি। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা কেভিন ডি ব্রুইনের মাপা ক্রসে গোলমুখ থেকে পা ছোঁয়ানোর কাজটুকু করেন জেসুস। ২৫তম মিনিটে ডি ব্রুইনেও গোলের খাতায় নিজের নাম তুলতে পারতেন। কিন্তু লেরয় সানের বাড়নো বল ধরে বেলজিয়ামের এই ফরোয়ার্ডের দূরপাল্লার জোরালো শট ক্রসবারের লেগে ফেরে। এরপর জেসুসের শট গোলরক্ষক আটকানোর পরও বল জালের দিকে ছুটছিল। গোললাইন থেকে শেষ মুহূর্তে  কালিদু ফেরালে ব্যবধান বাড়েনি। প্রথমার্ধে কোণঠাসা নাপোলি ম্যাচে ফেরার সুযোগ পায় ৩৭তম মিনিটে। কিন্তু ড্রিস মের্টেন্সের সোজা স্পট কিক শুয়ে পড়া গোলরক্ষক এদেরসন গায়ে লেগে ফেরে। ৭৩তম মিনিটে আমাদু দিওয়ারার স্পট কিক বলের লাইনে ঝাঁপিয়ে পড়েও ফেরাতে পারেননি এদেরসন। ফের্নানদিনিয়ো নিজেদের ডি বক্সে ফাউজিকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। গত মঙ্গলবার রাতে ‘ই’ গ্রুপে এফসি মারিবোরকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। টানা দুই ড্রয়ের পর প্রথম জয়ের স্বাদ পাওয়া দলটি তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে উঠেছে। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে স্পেনের দল সেভিয়াকে ৫-১ গোলে হারানো স্পার্তাক মস্কো। ‘এইচ’ গ্রুপে নিজেদের মাঠে টটেনহ্যাম হটস্পার্সের সঙ্গে ১-১ ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ৭ করে পয়েন্ট নিয়ে টটেনহ্যাম শীর্ষে, রিয়াল দ্বিতীয় স্থানে। গ্রুপের অন্য ম্যাচে অ্যাপোয়েল নিকোসিয়ার মাঠে ১-১ ড্র করেছে বরুসিয়া ডর্টমুন্ড।

Share Button

     এ জাতীয় আরো খবর