November 5, 2024, 10:16 pm

সংবাদ শিরোনাম
জাতির ভাগ্যে স্বাধীনতা ও গণতন্ত্রের স্বাদ কবে পাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ও আইন শৃঙ্খলার পরিস্থিতি উদ্বেগ জনক বোরহানউদ্দিনে টিকা নেওয়ার পরে অসুস্থ হয়ে প্রায় অর্ধ শতাধিক ছাত্রী হাসপাতালে ভর্তি শার্শায় হতদরিদ্রদের মাঝে জামায়াতের ভ্যান,ছাগল ও নগদ অর্থ বিতরন নবাবগঞ্জে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটের কচুয়ায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সুন্দরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা স্বাধীনতা, সার্বভৌম হ্যাঁ ও সাংবিধানকে করা প্রয়োজন বান্দরবান প্রেসক্লাবের নতুন সদস্যদের ফুলেন শুভেচ্ছা দিয়ে বরন ডোমারে প্রধান শিক্ষকের পদ ফিরে পেতে ইউএনও’র কাছে আবেদন

ছাত্রলীগের আন্দোলনে ইবির নিয়োগ বোর্ড স্থগিত

 

ইবি প্রতিনিধঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চাকরী প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতার-কর্মীর আন্দোলনের মুখে সকল নিয়োগ বোর্ড স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস.এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের এ তথ্য জানা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১১ টায় ভিসির বাসভবনে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পূর্ব প্রস্তুতি অনুযায়ী চাকরী প্রত্যাশী ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা বোর্ড স্থগিত করতে সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। সকাল সাড়ে ১০ টার দিকে ছাত্রলীগের সাবেক নেতা মিজানুর রহমান টিটু, আনিছুজ্জামান লিটন, মোহাম্মদ আলী শিমুল, কাশেম, আবুল খায়ের, রানু, মাহবুবসহ ৩০/৩৫ জন এবং ছাত্রলীগের সভাপতি গ্রুপের প্রায় শতাধিক কর্মী ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয় এবং সেখানে থাকা প্রার্থীদের চলে যেতে বলে। পরে তারা ক্যাম্পাসে শোডাউন দিয়ে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয়। প্রশাসনের পক্ষে প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান তাদের সাথে কথা বলেও কোন সমাধানে আসতে না পেরে বিষয়টি তিনি প্রশাসনকে জানান। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষনিক বোর্ড মেম্বর এবং সংশ্লিষ্ট সবাইকে নিয়ে জরুরি সভায় বসে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় বিবেচনা করে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক পদে, আই সি টি সেলের কম্পিউটার অপারেটর, ফার্মেসী বিভাগের প্রভাষক ও সহকারী অধ্যাপক, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ও সহকারী অধ্যাপক এবং এনভাইরনমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফী বিভাগের প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে নিয়োগ বোর্ড স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয় সভায়। তবে নতুন করে কোন বোর্ডের তারিখ ঘোষনা করা হয়নি।
এবিষয়ে রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন,‘ অনিবার্যত কারন বসতঃ বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে। পরবর্তীতে নতুন করে বোর্ডের তারিখ ঘোষণা করা হবে।
চাকরী প্রত্যাশী মিজানুর রহমান টিটু, আবুল খায়ের এবং মাহবুব হোসেন বলেন,‘ বিশ্ববিদ্যালয় প্রশাসন বার বার আমাদের চাকরী দেওয়ার আশ্বাস দিচ্ছে কিন্তু তার কোন বাস্তবায়ন আমরা না দেখে শিক্ষক নিয়োগ বোর্ড বন্ধ করে দিয়েছি। আমাদের চাকরী না হওয়া পর্যন্ত আমরা কোন বোর্ড হতে দেবনা।’
এবিষয়ে ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন,‘ বর্তমান প্রশাসন নিয়ম বহিঃভূতভাবে কাউকে চাকরী দেওয়ার আশ্বাস দেয়নি। সরকারী নীতিমালা অনুযায়ী যদি কারো যোগ্যতা থাকে তবে তাকে আমরা অবশ্যই নিয়োগ দেব।’

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/৮মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর