-
- খেলাধুলা
- নেইমার চোখ বিশ্বকাপে অনুশীলনে
- আপডেট সময় May, 6, 2018, 2:37 pm
- 767 বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্কঃ
ইনজুরি কাটিয়ে দীর্ঘসময় পরে অনুশীলনে ফিরেছেন নেইমার। বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করতে বেশ ঘাম ঝরাচ্ছেন এই ব্রাজিল তারকা।
ফ্রেরুয়ারি শেষ সপ্তাহে লিগ ওয়ানের ম্যাচে মার্শেইর বিপক্ষে খেলতে গিয়ে ডান পায়ে গুরুতর চোট পান পিএসজির স্ট্রাইকার নেইমার। পিএসজি কোচ উনাই এমরি ইঙ্গিত দিয়েছেন, মৌসুমের শেষ দিকের ম্যাচগুলোতে নেইমার লিগ ওয়ান চ্যাম্পিয়নদের হয়ে মাঠে নামতে পারেন।
নেইমার অস্ত্রোপচারের পর তার নিজ দেশ ব্রাজিলেই পুনর্বাসনে ছিলেন। শনিবার ফ্রান্সে ফিরে পিএসজির জিমে অনুশীলন শুরু করেন।
প্রাইভেট ডিটেকটিভ/৬মে২০১৮/ইকবাল
এ জাতীয় আরো খবর