September 16, 2024, 3:54 pm

সংবাদ শিরোনাম

কুষ্টিয়ায় বাসচাপায় অটোরিকশা চালকসহ নিহত ২

কুষ্টিয়ায় বাসচাপায় অটোরিকশা চালকসহ নিহত ২

ডিটেকটিভ নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় বাসচাপায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার কবুরহাটে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-অটোরিকশা চালক ইরাদ আলী (৪০) ও শিশু আফরিন (২)। আহতরা হলেন-বিপাশা, বিউটি ও টুম্পা। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা যায়, বিকেলে পোড়াদহ থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী যাত্রীবাহী একটি বাস কবুরহাট ব্যাপারি রাইস মিলের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক আফরিন ও ইরাদকে মৃত ঘোষণা করেন। আহতদের ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বিপাশার অবস্থা আশঙ্কাজনক। বিপাশা নিহত শিশু আফরিনের মা। তাদের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার খয়েরপাড়া গ্রামে। সদর থানার ওসি নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর