মোকছেদুল মমিন মোয়াজ্জেম, পাঁচবিবি থেকেঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের নিহত মোটর শ্রমিক শাহীনূরের পরিবারের দু:খ দুর্দশা ও অভাব-অনটন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ১ মে একটি প্রতিবেদন প্রকাশ করি
এরই প্রেক্ষিতে আজ ৩ মে মানবাধিকার সংগঠন নিহত মোটর শ্রমিক শাহীনূরের বাড়িতে আসেন। তারা অসহায় পরিবারটিকে নগদ ৫ হাজার টাকা প্রদান করেন।পাশাপাশি ওই পরিবারটি এখন থেকে প্রতিমাসে ৫ হাজার টাকা করে পাবেন।এছাড়া শাহীনূরের এতিম সন্তানদের জন্য লেখাপড়ার খরচের যোগান ও ভবিষৎতে চাকরির ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দেন।
মানবাধিকার সংগঠনটির সকল পর্যায়ের কর্মকর্তাদের আন্তরিক মোবারকবাদ জানাই। আল্লাহপাক যেন তাদের ভাল কাজ করার তাওফিক দান করেন।আমিন!
উল্লেখ্য ২০১৭ সালের ১ মার্চ ঢাকার গাবতলীতে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে।কোন কিছু বুঝে ওঠার আগেই বুকে বুলেট বিদ্ধ হয়ে শাহীনূর মারা যায়।
প্রাইভেট ডিটেকটিভ/৫মে২০১৮/ইকবাল