-
- সারাদেশে
- গাজীপুর ও খুলনা সিটি নির্বাচন পাল্টাপাল্টি অভিযোগ ও প্রতিশ্রুতির প্রতিযোগিতা
- আপডেট সময় May, 3, 2018, 9:56 am
- 434 বার পড়া হয়েছে
প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ
আগামী ১৫ মে অনুষ্ঠেয় গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের দিনক্ষণ যতোই ঘনিয়ে আসছে ততোই দুই নগরীতে বাড়ছে উত্তাপ। একাদশ সংসদ নির্বাচনের মাত্র কয়েক মাস আগে অনুষ্ঠেয় এই নির্বাচনকে ‘প্রেস্টিজ ইস্যু’ হিসেবে নিয়েছে প্রধান দুই দল- ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি। একদিকে যেমন চলছে পাল্টাপাল্টি অভিযোগ, অন্যদিকে চলছে দুই সিটিতে মেয়র পদে প্রধান চার প্রার্থীর প্রতিশ্রুতির প্রতিযোগিতা। সবমিলিয়ে নতুন নতুন মাত্রা যুক্ত হচ্ছে নির্বাচনী প্রচারণার কৌশলে। দুই সিটিতেই দল-জোট মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে স্থানীয়দের পাশাপাশি দল ও জোটের কেন্দ্রীয় নেতারাও পালা করে প্রচারণায় অংশ নিচ্ছেন।
মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ভোটের লড়াইয়ে জমজমাট হয়ে উঠছে গাজীপুর ও খুলনা নগরী। ইতোমধ্যে ‘নৌকা’ ও ‘ধানের শীষ’-এর জমজমাট প্রচার-প্রচারণায় উত্সবের নগরীতে পরিণত হয়েছে উভয় সিটি। প্রার্থী ও সমর্থকদের বাইরে সাধারণ ভোটারদের মধ্যেও ছড়িয়ে পড়ছে উত্তাপ। আওয়ামীলীগ ও বিএনপি এবং দল দুটির নেতৃত্বাধীন জোটের মনোনীত মেয়র প্রার্থীদের ঘিরেই চলছে মূল নির্বাচনী প্রচারণা। নির্বাচন নিয়ে প্রধান মেয়র প্রার্থীদের প্রচার-প্রচারণায় বাকযুদ্ধ ক্রমশ জোরালো হয়ে উঠছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পরষ্পরের বিরুদ্ধে অপরের দুর্বলতা, অতীত কর্মকা্ল, বিভিন্ন ক্ষেত্রে তাদের ব্যর্থতা ইত্যাদি তুলে ধরে নিজের পক্ষে ভোটারদের সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন। প্রচারণায় এ বাকযুদ্ধের কারণে ভোটারদের কেউ কেউ সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছেন।
বিএনপি সারাদেশ থেকে দাগী অপরাধীদের গাজীপুরে জড়ো করছে : নানক
গতকাল বুধবার রাজধানীর ধানম্লিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক অভিযোগ করে বলেন, গাজীপুর সিটি করপোশেন নির্বাচনে নিশ্চিত ভরাডুবির আভাস পেয়ে ভোটে জিততে সারা দেশ থেকে বিএনপি সন্ত্রাসীদের জড়ো করছে। তিনি বলেন, সরকারি সম্পদ ধ্বংস ও আগুনে মানুষ পুড়িয়ে হত্যাসহ নাশকতা মামলার দাগী অপরাধীদের সারা দেশ থেকে গাজীপুরে জড়ো করছে বিএনপি। আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
গাজীপুরে বিএনপির মেয়রের কাছে ওই এলাকার মানুষ সেবা পায়নি অভিযোগ করে নানক বলেন, তাই গাজীপুরের জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমরা বিশ্বাস করি, গাজীপুরের জনগণ বিএনপির কর্মকা্ল আর দেখতে চায় না। তাই আমরা বিশ্বাস করি, আগামী সিটি নির্বাচনে বিএনপি তাদের নিশ্চিত ভরাডুবির আভাস পেয়ে তারা অপরাজনীতির পথ বেছে নিয়েছে। আমরা এই অপরাজনীতির তীব্র নিন্দা জানাই। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, বিএনপি হতাশাগ্রস্ত অবস্থা থেকে আবোল-তাবোল বকছে।
গাজীপুরকে ক্লিন ও গ্রীন সিটি হিসাবে গড়ে তুলবো : জাহাঙ্গীর আলম
গাজীপুরে আওয়ামীলীগ মনোনীত ‘নৌকা’ প্রতীকের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম গতকাল সকাল ৯টার দিকে তার নির্বাচনি প্রচারাভিযানে নামেন। তিনি কর্মী-সমর্থকদের নিয়ে নগরীর কাশিমপুর এলাকার ১ নম্বর ওয়ার্ডের মাধবপুর থেকে দিনের গণসংযোগ কর্মসূচি শুরু করেন। তিনি ওই এলাকার দক্ষিণ পানিশাইল, নুরুন নগর, মামুন নগর, চক্রবর্তী, ডালাস সিটি, লতিফপুর, হাতিমারা, সারদাগঞ্জ, স্কয়ার গেট, সুলতান মার্কেট, সুরাবাড়িতে গণসংযোগ ও পথসভা করেন। পরে তিনি ২ থেকে ৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন।
গণসংযোগকালে জাহাঙ্গীর আলম বলেন, আমি নির্বাচিত হলে গাজীপুর সিটির আটটি অঞ্চলে শ্রমিকদের জন্য স্বল্প ভাড়ার আবাসিক কমপ্লেক্স নির্মাণ করবো। ন্যূনতম ৫০ বিঘার সেইসব কমপ্লেক্সে পরিকল্পিত স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মার্কেট ও বিনোদন পার্ক থাকবে। গাজীপুরকে ক্লিন ও গ্রীন সিটি হিসাবে গড়ে তুলবো।
ভোট সুষ্ঠু না হলে সরকারকে বড় খেসারত দিতে হবে, গাজীপুরকে সন্ত্রাস-চাঁদাবাজিমুক্ত করবো : হাসান সরকার
গাজীপুরে বিএনপিসহ ২০ দল মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার সোমবার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে বলেছেন, এখানে ভোট সুষ্ঠু হতে হবে। সুষ্ঠু না হলে এই সরকারকে বড় খেসারত দিতে হবে।
গতকাল ঝড়ো হাওয়া ও প্রবল বর্ষণের কারণে গাজীপুরে প্রার্থীদের প্রচারণায় বিঘ্ন ঘটে। তবে বৃষ্টিও নির্বাচনের সামগ্রিক উত্তাপ কমাতে পারেনি। হাসান উদ্দিন সরকার সকাল থেকে নিজ বাড়িতে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। বিকাল তিনটার দিকে তিনি ৪৩ নম্বর ওয়ার্ডে ফকির মার্কেট, পাগাড় ঝিনু মার্কেট, সালামের আটার কল, ৪৪ ও ৪৫ নম্বর ওয়ার্ডে টঙ্গীর গোপালপুর, টিএন্ডটি শিলমুন স্কুল ও মরকুন প্রাইমারি স্কুলসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এসময় তার সঙ্গে ছিলেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সিনিয়র সহসভাপতি সালাহ উদ্দিন সরকার, টঙ্গী থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম শুক্কুর, যুবদল নেতা প্রভাষক বশির উদ্দিন, আরিফ হোসেন হাওলাদার, জসিম উদ্দিন ভাট, গাজী সালাহ উদ্দিন প্রমুখ। হাসান উদ্দিন সরকার এসময় সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি আহবান জানান।
তিন শতাধিক ট্রাফিক সহকারীদের প্রত্যাহারের দাবি হাসান সরকারের
গাজীপুর সিটি করপোরেশন এলাকায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ও নগরীতে নিয়োজিত তিন শতাধিক ট্রাফিক সহকারীদের প্রত্যাহারের দাবি জানিয়েছেন হাসান উদ্দিন সরকার। সোমবার তার স্বাক্ষরিত একটি চিঠি নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে জমা দেয়া হয়েছে। চিঠিতে তিনি উল্লেখ করেন, নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর নিজস্ব অর্থায়নে পরিচালিত ট্রাফিক পুলিশ সহকারীরা জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের ব্যাচ ধারণ করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী চলাচলের সময় আগে থেকেই রাস্তা যানজট মুক্ত রাখতে গিয়ে এসব ‘ট্রাফিক সহকারী’ বিপরীত পাশে যানজট সৃষ্টি করছে। একইভাবে আমি বা আমার নির্বাচনী প্রচারকাজে নিয়োজিত নেতাকর্মীরা মহাসড়কে চলাচলের সময় উক্ত ট্রাফিক সহকারীরা আমাদের চলাচল বাধাগ্রস্থ বা বিলম্বিত করতে সুকৌশলে মহাসড়কে যানজটের সৃষ্টি করে থাকে। তারা ট্রাফিক সহকারীদের পোশাক পরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে নির্বাচনী প্রচার কাজে সরাসরি অংশ নিচ্ছে। এসব ট্রাফিক সহকারী ‘জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশন’ ব্যাচ ধারণ করে এবং কখনো নৌকা প্রতীকের লিফলেট বহন করে সড়ক বা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের সাথে যৌথভাবে কাজ করায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। যা নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির মারাত্মক অন্তরায় এবং সিটি করেপোরেশন নির্বাচন আচরণবিধিমালার ৩ নম্বর বিধি (নির্বাচনী প্রচারণায় সমানাধিকার) এর সুষ্পষ্ট লংঘন।
এ ব্যাপারে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল জানান, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিশেষ প্রকল্পের মাধ্যমে নারীদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা হবে : তালুকদার আবদুল খালেক
এদিকে, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক গতকাল দিনব্যাপী নগরীর ৯ ও ১৪ নম্বর ওয়ার্ডের রায়েরমহল ও মুজগুন্নি এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি নারী ভোটারদের উদ্দেশে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কর্মক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদেরও অংশগ্রহণ নিশ্চিত করেছে। আগের যেকোনো সময়ের তুলনায় নারীরা কর্মক্ষেত্রে এখন বেশি সুযোগ-সুবিধা ভোগ করছে। বিভিন্ন ধরনের কাজে যোগদানের মাধ্যমে নিজেদের আর্থিক অবস্থার পরিবর্তন করছে। তিনি বলেন, নারীদের জীবনমান উন্নয়নে আমার বিশেষ পরিকল্পনা রয়েছে। আমি খুলনা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হলে বিশেষ প্রকল্পের মাধ্যমে নারীদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
আগের দিন ১ মে তালুকদার আব্দুল খালেক নগরীর শহীদ হাদিস পার্কে এক শ্রমিক সমাবেশে বক্তৃতা করেন। এতে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় শ্রমিকবান্ধব। আমাকে খুলনা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত করলে আমি খুলনায় নতুন নতুন শিল্প কল-কারখানা গড়ে তোলাসহ শ্রমিকদের জীবনমানের উন্নয়নে কাজে সচেষ্ট থাকব।
সংসদ নির্বাচন কেমন হবে সেটির পরীক্ষা হবে এই নির্বাচনে : নজরুল ইসলাম মঞ্জ
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জ ভিন্ন কৌশলে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। গণসংযোগে তিনি খুলনা মহানগরীকে একটি সবুজ ও পরিচ্ছন্ন নগরী হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন। পাশাপাশি নির্বাচনি প্রচারণায় তিনি সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন হিসাবে। প্রচার-প্রচারণায় তিনি বলছেন, এবারের সিটি করপোরেশন নির্বাচন হবে সরকারের জন্য একটি টেস্ট কেস। আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে তা এবারের সিটি করপোরেশন নির্বাচনেই বোঝা যাবে। তাই সরকারের জন্য এই নির্বাচনি পরীক্ষাটি অত্যন্ত কঠিন।
গতকাল সকালে নজরুল ইসলাম মঞ্জ নগরীতে কোনো গণসংযোগ না করলেও বিকালে নগরীর ৯ নম্বর ওয়ার্ডের বাস্তহারা কলোনী ও উত্তর মুজগুন্নি এলাকায় গণসংযোগ করেন। সন্ধ্যায় তিনি বৈকালী বাজারে গণসংযোগ ও পথসভা করেন। গণসংযোগ ও পথসভায় তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে সকলের প্রতি আহবান জানান।
তালুকদার খালেকের পক্ষে কাজ করতে স্কুল-কলেজের শিক্ষকদের নির্দেশ দেয়া হয়েছে: অভিযোগ বিএনপির
এদিকে, বিএনপির পক্ষ থেকে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করা হয়েছে যে, আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের নৌকা প্রতীকের পক্ষে কাজ করার জন্য নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকদের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া গতকাল দুপুর ১২টায় নগরীর খালিশপুরে আইইবি সেন্টারে মধ্যাহ্ন ভোজের নামে সরকারি দপ্তরে কর্মরত প্রকৌশলী ও কর্মকর্তাদের নিয়ে নির্বাচনি সভার আয়োজন করেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক। এ ধরনের আয়োজন সিটি করপোরেশন নির্বাচন বিধিমালার চরম লংঘন। রিটার্নিং অফিসারের কাছে এ লিখিত অভিযোগ দেন বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর প্রধান নির্বাচনি এজেন্ট অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।
প্রাইভেট ডিটেকটিভ/৩মে২০১৮/ইকবাল
এ জাতীয় আরো খবর