দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বোচাগঞ্জে বোরো ধানের ক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বোচাগঞ্জ উপজেলার আটগাও ইউপির আলমপুর মৌজার বোরো ধানের ক্ষেত থেকে অজ্ঞাত ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আজ সকাল ৯টার দিকে ধান ক্ষেতে আগাছা পরিস্কার করতে আসা জনৈক দুই মহিলা ধান ক্ষেতে লাশ দেখে এলাকাবাসীকে খবর দেয়। এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে বোচাগঞ্জ পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরত হাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণ করেছে।
বোচাগঞ্জ থানার ওসি আব্দুর রউফ জানান, ধারণা করা হচ্ছে ৪-৫ দিন আগের এই অজ্ঞাত এ মহিলার মৃতদেহটি। তবে এখনও তার পরিচয় জানা যায়নি।
প্রাইভেট ডিটেকটিভ/২৫এপ্রিল২০১৮/ইকবাল