November 10, 2024, 11:59 pm

প্যারাগুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে রক্ষণশীলদের জয়

আন্তর্জাতিক ডেস্ক:
প্যারাগুয়ের রক্ষণশীল দল কোলোরাডোর প্রার্থী মারিও আবদো বেনিতেজ রবিবার প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন। দেশটির কর্মকর্তারা একথা জানান।
দেশটির প্রয়াত স্বৈরশাসকের এক সিনিয়র সহকারির ছেলে মারিও আবদো বেনিতেজ নির্বাচনে ৪৬.৪৯ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এফরেইন আলেগ্রি ৪২.৭২ শতাংশ ভোট পেয়েছেন।
তিনি ধারণার চেয়েও অনেক বেশি ভোট পেয়েছেন। নতুন নির্বাচিত এ প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে পড়ালেখা করেন।
প্রধান নির্বাচন কর্মকর্তা জাইম বেস্টার্ড বলেন, ‘মারিও আবদো বেনিতেজ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।’
৯৬ শতাংশ ভোট গণনার পর তিনি এ ঘোষণা দেন।
প্রাইভেট  ডিটেকটিভ/২৩ এপ্রিল ২০১৮/সন্দিপ
Share Button

     এ জাতীয় আরো খবর