January 15, 2025, 6:58 pm

সংবাদ শিরোনাম
ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিশ্বকাপ মাতাবেন যারা নেইমারের চোখে

স্পোর্টস ডেস্কঃ

মিসরের ফরোয়ার্ড মোহামেদ সালাহ ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে দুরন্ত ফর্মটা বিশ্বকাপে টেনে আনতে পারেন বলে বিশ্বাস নেইমারের।

এছাড়া উরুগুয়ের লুইস সুয়ারেজ এবং ব্রাজিল দলের দুই সতীর্থ ফিলিপ কুতিনহো ও গ্যাব্রিয়েল জেসুসের ওপরও নজর রাখতে বলছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।

পায়ের পাতায় অস্ত্রোপচারের পর পুনর্বাসনের জন্য এখন ব্রাজিলে রয়েছেন পিএসজির ফরোয়ার্ড নেইমার।

১৭ জুন বিশ্বকাপের গ্রুপপর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচের আগেই সুস্থ হয়ে ওঠা নিয়ে আশাবাদী তিনি। ‘ই’ গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ কোস্টারিকা ও সার্বিয়া।

বিশ্বকাপের মঞ্চ কুতিনহো ও গ্যাব্রিয়েল জেসুসদের থেকে যোগ্য সমর্থন পাবেন বলে প্রত্যাশা নেইমারের।

তিনি নিজে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি ছাড়া কারা বিশ্বকাপ মাতাবেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নেইমার বলেন, ‘অনেক ভালো মানের খেলোয়াড় আছে।

আমরা বিশ্বকাপ নিয়ে কথা বলছি, বিশ্বের সেরারাই এখানে আসে। কিন্তু কুতিনহো ও জেসুস এমন দু’জন যারা পার্থক্য গড়ে দিতে পারে।

আমি আশা করি তারা তা পারবে। মোহামেদ সালাহ খুব বড় একটা জাতীয় দলে খেলে না। কিন্তু সে খুব ভালো একটা বিশ্বকাপ কাটাতে পারে।

কেভিন ডি ব্র“ইন, ইডেন হ্যাজার্ড, লুইস সুয়ারেজদের মতো আরও কয়েকজন খুব প্রতিভাবান খেলোয়াড় আছে।

আমি আশা করি, আমরা সবাই দারুণ পারফর্ম করতে পারব এবং অসাধারণ একটা বিশ্বকাপ কাটাব।

কিন্তু আমি চাইব তারা ব্রাজিলের বিপক্ষে তেমনটা করবে না। আমার মতে এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী দলের অংশ হতে পেরে আমি আনন্দিত।

আমাদের বিশ্বকাপ জয়ের মতো ভালো মানের খেলোয়াড় আছে এবং আমরা তা জিততে চেষ্টা করব।’

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২১এপ্রিল২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর