মশাহিদ আহমদ, মৌলভীবাজার প্রতিনিধিঃ
কুলাউড়ায় অভয়া ফার্মেসী থেকে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। জানা যায়, পৌর শহরের দক্ষিনবাজারস্থ অভয়া ফার্মেসী মালিক জীবন কৃষ্ণ রায় ক্রেতাদের কাছে প্রতারণা করে মেয়াদোত্তীর্ন ঔষধ বিক্রি করেন। শহরের উছলপাড়াস্থ কামরুজ্জামান জুয়েলের এমন অভিযোগের প্রেক্ষিতে গত শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মো. গোলাম রাব্বী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন কোম্পানীর ১ কার্টুন মেয়াদোত্তীর্ন ঔষধ জব্দ করেন এবং ভোক্তা অধিকার আইনের ৫১ ধারায় ফার্মেসী মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উক্ত ফার্মেসী মালিক অর্থদন্ডের টাকা পরিশোধ করে মুক্তিলাভ করেন। অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কমকর্তা মো. শামীম মুসা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুল হক, সেনিটারী ইন্সপেক্টার জসিম উদ্দিন।
প্রাইভেট ডিটেকটিভ/৮এপ্রিল২০১৮/ইকবাল