October 9, 2024, 11:17 pm

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন

সালমান খান হরিণ হত্যায় দোষী সাব্যস্ত

অনলাইন ডেস্কঃ

২০ বছর ধরে চলে আসা কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দোষী সাব্যস্ত হলেন বলিউড অভিনেতা সালমান খান।

ভারতের যোধপুরের আদালত বৃহস্পতিবার এই মামলায় সালমান খানকে দোষী সাব্যস্ত করেন, যদিও তার সাজা এখনও ঘোষণা করেননি আদালত। এছাড়া এই মামলায় আসামিদের মধ্যে থাকা বলিউড তারকা টাবু, নীলম, সোনালি বেন্দ্রে, সাইফ আলি খানকে নির্দোষ ঘোষণা করেছেন আদালত।

এর আগে এই মামলায় বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছেন সালমান। কিন্তু তার কোনো যুক্তিই এবার আদালতে টেকেনি। বন্যপ্রাণ সংরক্ষণ আইনে তাকে দোষী সাব্যস্ত করে আদালত।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আদালত থেকেই সরাসরি জেলে নিয়ে যাওয়া হতে পারে সালমান খানকে। তবে তার ঠিক কত বছরের সাজা হবে তা এখনও ঘোষণা করা হয়নি। বন্যপ্রাণ আইনের ৯/৫১ ধারায় দোষী প্রমাণিত হয়েছেন সালমান। এই আইনে সর্বোচ্চ ৬ বছরের কারাদণ্ড হতে পারে, আর সর্বনিম্ন হতে পারে ১ বছরের কারাদণ্ড।

জানা গেছে, সালমান খানের আইনজীবীরা তার সর্বনিম্ন সাজার জন্যই চেষ্টা করছেন।

উল্লেখ্য, ১৯৯৮ সালের অক্টোবরে যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালে কৃষ্ণসার হরিণ হত্যা করার অভিযোগ ওঠে সালমন খানের বিরুদ্ধে। একই অভিযোগ ওঠে সাইফ আলি খান, টাবু, নীলমসহ একাধিক তারকার বিরুদ্ধে।

বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যা বন্যপ্রাণী আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। প্রায় দু’দশক ধরে নানা উত্থান পতন হয়েছে ওই মামলার। অবশেষে বৃহস্পতিবার মামলায় সালমান খানকে দোষী সাব্যস্ত করে আদেশ দিলেন আদালত।

প্রাইভেট ডিটেকটিভ/৫এপ্রিল২০১৮/শ্রাবণ

Share Button

     এ জাতীয় আরো খবর