কলাপাড়া প্রতিনিধিঃ
পরাজিত ইউপি চেয়ারম্যানকে সমর্থন না করায় পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে লিটন মৃধাকে (৩০)।
আহত লিটনকে স্থানীয়রা উদ্বার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রবিবার বিকাল পাঁচটায় ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর কলাপাড়ার চম্পাপুরে গোলবুনিয়া গ্রামে।আহতের পারিবারিক সূত্র জানায়, বিকেলে মাঠে গরুকে ঘাস খাওয়াতে গেলে চম্পাপুর ইউনিয়ন পরিষদে নির্বাচন করে পরাজিত ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শওখতুর রহমান শামীমের সমর্খক রুহুল আমিন মুন্সী, মিজানুর মুন্সীসহ ১০/১২ জন তার উপড় অর্তকিতে হামলা চালায়। এসময় তারা লিটনকে লাথি, কিল, ঘুসিসহ লাঠি দিয়ে পিটিয়ে ঘুরুতর আহত করে।
আহতের বড় ভাই কামাল মেম্বর জানান, রবিবার বিকেলে বোর্ড স্কুলে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সভাপতিত্বে আইন শৃঙ্খলা বিষয়ক সভা চলাকালীন সময়ে তার ভাই লিটনের উপড় হামলা চালানো হয়। বিষয়টি তখনই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়কে অবহিত করা হয়। তিনি আরো বলেন, পরাজিত ইউপি চেয়ারম্যান প্রার্থী শামীম মৃধা একজন দুর্ধষ সন্ত্রাসী প্রকৃতির লোক। ওয়ান ইলেভেনের সময় থেকে গা ঢাকা দিয়ে থাকলেও এবার নির্বাচনে অংশ গ্রহন করে আবার সরূপে ফিরে এসেছেন। তাকে সমর্থন না করায় আমাকেসহ আমার গোটা পরিবারকে প্রাননাশের হুমকি দেয়া হচ্ছে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, বিষযটি জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্ঞা গ্রহন করা হবে।
প্রাইভেট ডিটেকটিভ/৩মার্চ২০১৮/ইকবাল