বিনোদন ডেস্কঃ
ঢাকাই সিনেমায় একসঙ্গে অভিষেক হয়েছিল বাপ্পি চৌধুরী ও মাহিয়া মাহির। ভালোবাসার রঙ সিনেমার মাধ্যমে দর্শক প্রথম তাদের দেখেছিল। এরপর এই জুটির কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। আবারও একসঙ্গে আসছে বাপ্পি-মাহি।
আগামী ৬ এপ্রিল শুক্রবার এই জুটি তাদের নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। সিনেমার নাম ‘পলকে পলকে তোমাকে চাই’। সিনেমাটি পরিচালনা করেছেন শাহনেওয়াজ শানু। ইতোমধ্যেই সিনেমাটি মুক্তির সব প্রস্তুতি চলছে।
এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, জারা, আহমেদ শরীফ, শিবা শানু প্রমুখ। এ সম্পর্কে বাপ্পি চৌধুরী বলেন, ‘সিনেমাটির গল্প ও নির্মাণ দারুণ। দর্শক দেখলেই বুঝতে পারবে।
রোমান্টিক-অ্যাকশন ঘরানার এই সিনেমায় আমাকে একবারেই নতুনভাবে দেখতে পারবে দর্শক। আমি সিনেমাটি নিয়ে আশাবাদী।’