মশাহিদ আহমদ, মৌলভীবাজারঃ
সূর্যোদয়ের সাথে সাথে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ৩১ বার তোপধ্বনি, কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে, গণকবরে পুষ্পস্তবক অর্পণ, সরকারী বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শন এর মধ্যদিয়ে পালিত হল ৪৮তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সকালে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে সূচনা হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের। মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামলীগ, বিএনপি ও তার অঙ্গ সংগঠন, প্রেসক্লাব, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘ, জাপা, সিপিবি, বাসদ, জাসদ, বিএমএ, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরী , জেলা শিল্পকলা একাডেমী সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন। সকাল ৮টায় মৌলভীবাজার ষ্ঠেডিয়ামে আনুষ্টানিকভাবে জাতীয় পতাকা ্ঊত্তোলন করেন- জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল। এ সময় সমেবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। মৌলভীবাজার ষ্টেডিয়ামে কুচকাওয়াজ, শারীরিক কসরত ও পুরস্কার বিতরণী, জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে ও পৌরসভায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান,মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শন, হাসপাতাল,জেলখানা, এতিখানায় উন্নতমানের খাবার পরিবেশন, ধর্মীয় প্রতিষ্টানে প্রার্থনা, ক্রিকেট ও প্রীতি ফুটবল প্রতিযোগিতা এবং সর্বশেষ ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান।
প্রাইভেট ডিটেকটিভ/২৭মার্চ২০১৮/ইকবাল