সুনামগঞ্জ প্রতিনিধিঃ
আগমী ২৯ মার্চ সুনামগঞ্জ পৌরসভা উপ নির্বাচনে নির্বাচন কামিশন ও প্রশাসনের পক্ষপাতিত্ত্বের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী। সোমবার বেলা সাড়ে ১২ টায় তার শহরের তেঘরিয়াস্থ নির্বাচনী প্রধান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গনিউল সালাদীন। লিখিত বক্তব্য তিনি অভিযোগ করেন, দলীয় অপর দুই প্রার্থী বারবার আচরণবিধি লঙ্ঘন করলেও তাদের ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছেন না নির্বাচন কামিশন। অথচ বিগত নির্বাচনের ন্যায় এবারও তিনি প্রধান প্রতিপক্ষ হওয়ায় দলিয় প্রভাব বিস্থার করে তার কর্মী-সমর্থকদের নানা ধরণের হুমকি-ধামকি ও হয়রানী করা হচ্ছে এবং এতে স্থানীয় প্রশাসনের মদদ রয়েছে বলেও দাবি করেন তিনি।হাছন রাজার পৌপুত্র এই প্রার্থী আরও বলেন, আচরণবিধি অনুযায়ী রাত ৮টার পর তাকে প্রচার-প্রচারনা করতে না দিলেও সরকার দলিয় (নৌকা) প্রার্থী নাদের বখত ও বিএনপি (ধানেরশীষ) প্রার্থী সাজাউর রাজা সুমন মধ্যরাত পর্যন্ত প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। কিন্তু বারবার অভিযোগ করলেও নির্বাচন কামিশন ও প্রশাসন তা আমলে নিচ্ছেন না। তিনি দাবি করেন দলিয় প্রতীক নয় গণমামানুষের প্রতীক মোবাইল নিয়ে গত নির্বাচনও জনগন আমাকে নির্বাচিত করেছিল দলিয় প্রভাব বিস্থার করে ফলাফল উল্টে দেওয়া হয়েছিল। এবারও সেই পায়তারা চলছে। আমার কোন দলীয় সামর্থন নাই। জনগনই আমার দল। ভোটারদের নির্ভিগ্নে ভোট দেয়ার পরিবেশ সৃষ্টি করতে সকলকে সজাগ থাকার আহব্বান জানিয়ে সকল ধরনের অপতৎপরতা রোখতে গণমাধ্যমের সহযোগীতা কামনা করেন তিনি। এমসয় জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদিন, লেখক ও গবেষক সামারীন দেওয়ান, আলহাজ¦ মোজাম্মেল হক, সাবেক কাউন্সিলর শামিম রেজা সামু, মস্তফা আলী, আলী হায়দার, মজন মিয়া, আব্দুল লতিফ প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/২৭মার্চ২০১৮/ইকবাল