December 29, 2024, 2:28 pm

সংবাদ শিরোনাম
ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দিতে দিনদুপুরে ফিল্মি স্টাইলে ছিনতাই উলিপুরে যুবদল নেতার মৃত্যু নিয়ে দোকানপাট ভাঙচুর ও বাড়িঘরে অগ্নিসংযোগ যশোরের পল্লীতে আদালতের ভুয়া ডিক্রি ও জাল দলিল বুনিয়াদে ভূমিদস্যুদের জমি জবর দখলের চেষ্টা উখিয়ায় মেরিন ড্রাইভ সড়কে কলেজ ছাত্র নিহত খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত গৌরনদীতে দুইটি পরিবহন ও লরির ত্রিমূখী সংঘর্ষ গৌরনদীতে শীতের পিঠা উৎসব ও সাহিত্য অনুষ্ঠান বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে  ত্রিমূখী সংঘর্ষে আহত-২০ কুড়িগ্রামে জেলা জাসাসের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জমকালো আয়োজনে ইসলামপুরে ৯৭ ব্যাচ কল্যাণ সংস্থা’র মিলন মেলা

দেশ ও জাতিকে আলোকিত করা সম্ভব নয় শিক্ষা ছাড়া – সংসদ সদস্য গাজী ম.ম আমজাদ হোসেন মিলন এম.পি

মোঃ আব্দুল মোমিন সরকার রায়গঞ্জ(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

রায়গঞ্জ, তাড়াশ- সলংগা, আসনের সংসদ সদস্য গাজী ম.ম আমজাদ হোসেন মিলন বলেছেন, আওয়ামীলীগ সরকার শিক্ষার মানোন্নয়নে জন্য কাজ করছে। আওয়ামীলীগ বিশ্বাস করে শিক্ষা ছাড়া দেশ ও জাতিকে আলোকিত করা সম্ভব নয়। বুধবার বেলা ১১ টায় থানার নলকা ইউপির ফুলজোড় ডিগ্রী কলেজের ২টি প্রকল্পে মোট ২ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। এম,পি মিলন আরও বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। শিক্ষা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। পুরুষের পাশাপাশি নারীদেরও উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী নারী শিক্ষাকে প্রাধান্য দিচ্ছেন। বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। শুধু তাই নয়, বর্তমান সরকার শিক্ষার পাশাপাশি  স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ সহ বিভিন্ন বিষয়ে উন্নয়ন সাধন করেছেন। ফুলজোড় ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি প্রকৌশলী সাহেদ কামালের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ সাহেদ আলী শেখ, সলঙ্গা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান লাভু,  নলকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দীক, দাতা সদস্য আব্দুল লতিফ সরকার, বিদ্যুৎসাহী সদস্য সুলতান মাহমুদ, অভিভাবক সদস্য আব্দুল মালেক সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, মনোবিজ্ঞানের প্রভাষক ফিরোজ আলম। শেষে স্থানীয় ও বগুড়ার শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৪মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর