December 28, 2024, 8:59 am

এখন আর মেঘালয়ের দিকে তাকিয়ে বিদ্যুতের স্বপ্ন দেখতে হয়না -মুহিবুর রহমান মানিক

ছাতক প্রতিনিধিঃ

সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, এখন আর মেঘালয়ের পাদদেশে তাকিয়ে বিদ্যুতের স্বপ্ন দেখতে হয়না। বঙ্গবন্ধুর কন্যার উদ্যোগে সে স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে।আ’লীগ সরকারের আগেও এদেশে সরকার ছিলো। কিন্তু কোন সরকারই জনগণের সেবায় এলাকার উন্নয়ন করেননি। তারা লুঠপাট করে নিজেদের পকেট ভারি করার ধান্ধায় ছিলেন ব্যস্ত। ছাতকে দোলারবাজার ইউনিয়নে শতভাগ বিদ্যুৎ সংযোগের সমাপনী অনুষ্ঠান কুর্শী মোহাম্মদগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৩মার্চ) বৃহত্তর কুর্শী গ্রামে বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যদিয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মো. লাহিন। দোলারবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শামীম আহমদ ও প্রভাষক জুয়েল আলমের যৌথ সঞ্চালনায় এমপি মানিক বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে ছাতক-দোয়ারায় ২টি কলেজের স্থলে এখন ১৭টি কলেজ, ১৬টি উচ্চ বিদ্যালয়ের স্থলে ৬৬টি একমাত্র আ’লীগ সরকারের আমলেই প্রতিষ্ঠিত হয়েছে। সভার শুরুতে মাওলানা শানুর আলীর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা আ’লীগের যুগ্ম-আহ্বায়ক সৈয়দ আহমদ, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম অকিল কুমার সাহা, সমিতি বোর্ডের সচিব পীর মোহাম্মদ আলী মিলন, উপজেলা আ’লীগের যুগ্ম-আহ্বায়ক ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, আব্দুল মছব্বির, মুরাদ হোসেন, বিল্লাল আহমদ, আফজাল হোসেন, ওয়ার্ড আ’লীগ সভাপতি সাবেক ইউপি সদস্য হায়দার আলী রাজু, যুক্তরাজ্য কমিউনিটি নেতা আহবাব মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান সুন্দর আলী, কুর্শী সালেহা খাতুন হাইস্কুলের প্রধান শিক্ষক আবুল বাশার ওসমান গনি। বক্তব্য রাখেন, ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুস শহীদ, আ’লীগ নেতা ময়না মিয়া, সুরুজ আলম জয়নাল, চিকিৎসক আফরোজ আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল ইসলাম নাইম, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন, ছাত্রলীগ নেতা মাহবুব আলম, ইউনিয়ন ছাত্রলীগ নেতা সামছুল ইসলাম ও মামুন আহমদ প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা দবিরুল ইসলাম, মাষ্টার নাসির উদ্দিন, আব্দুল খালিক, প্রবাসি কমিউনিটি নেতা মানিক মিয়া তালুকদার, আমজাদ হোসেন ও আব্দুল কুদ্দুছ, সাবেক ইউপি সদস্য গৌছ উদ্দিন খান, মাষ্টার আব্দুল মালিক, মাষ্টার আব্দুল ছালিক মিলন তালুকদার, ইউপি সদস্য সফিক মিয়া, ব্যবসায়ি ফজর আলী, আ’লীগ নেতা কাছা মিয়া, আজাদ মিয়া, মছকন্দর আলী, নূরুল হক, আবু তালিব, আব্দুল হান্নান, মঈন উদ্দিন, হাজি তেরাব আলী, আব্দুল মতলিব, সুনা মিয়া, আব্দুস ছুবহান, আব্দুল কাহার, বিমান ঘোষ. যুবলীগ নেতা ফারুক আহমদ, কয়েছ আহমদ, আব্দুল কাদির, স্বেচ্ছাসেবক লীগ নেতা মুহিবুর রহমান তালুকদার টুনু, এনামুল হক, আবু বকর, আঙ্গুর আলমসহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষক, ছাত্রসহ এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। সভায় মানপত্র পাঠ করেন, সাবেক ইউপি সদস্য মনির উদ্দিন। সভাশেষে সুইচ টিপে বৃহত্তর কুর্শী গ্রামে পল্লী বিদুৎ সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যদিয়ে দোলারবাজার ইউনিয়নে শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম সম্পন্নের সফলতা ঘোষণা করেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক এলাকার রাস্তা-ঘাট নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্ধ দেয়ার প্রতিশ্রুতি দেন।

 

 

প্রাইভেট ডিটেকটটিভ১৩মার্চ ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর