-
- জাতীয়, রাজনীতি, লিড নিউজ
- টিকে থাকতে পারবেন না প্রতারণা করে : ফখরুল
- আপডেট সময় March, 9, 2018, 2:44 pm
- 583 বার পড়া হয়েছে
প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ
আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘আমাদের প্রতিটি শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়া হয়েছে। এমন কোনো কর্মসূচি নেই, যেখানে আপনারা বাধা দেননি। অথচ আপনারা বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাস করি, আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিই না।’ এটা জনগণের সঙ্গে প্রতারণা। এই প্রতারণা করে আপনারা বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন না।’ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘একটা অবাধুসুষ্ঠু নির্বাচন দিতে হবে, যে নির্বাচন পরিচালনা করবে একটি নিরপেক্ষ সরকার। তাহলেই আপনাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে, অন্যথায় ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নেই।’
প্রাইভেট ডিটেকটিভ/৯মার্চ২০১৮/ইকবাল
এ জাতীয় আরো খবর