November 15, 2025, 3:09 am

সংবাদ শিরোনাম
ইয়াবা কারবারি ফ্যাসিস্ট সহযোগীরা দাপিয়ে বেড়াচ্ছে হাইওয়ে পুলিশ, নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক গংগাচড়ায় গজঘন্টা ইউনিয়ন বিএনপি সেক্রেটারির অপতৎপরতায় দিনভর উত্তপ্ত আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা-মৌলভীবাজারের চার আসনেও মনোনয়ন চূড়ান্ত প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত এনসিপি বৃষ্টি আর বাতাসে নুয়ে পড়েছে ধানক্ষেত, দুশ্চিন্তায় কৃষকরা ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন র‍্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এস্কাফ (ESKuf) ও গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রোহিঙ্গা ক্যাম্প থেকে রংপুরের মোবারক আলী হত্যা মামলার মূলহোতা গ্রেপ্তার নবীগঞ্জে বার বার মেয়ে প*রকিয়া**য় জড়িয়ে পরার কারণে নিজ হাতে খু*ন করলেন পিতা

রাজশাহী মহানগর পুলিশ নতুন মাত্রায় যাত্রা শুরু করলো

রাজশাহী প্রতিনিধিঃ

নতুন মাত্রায় যাত্রা শুরু করলো রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। আয়তন ও থানা বৃদ্ধি করে বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে ১২টি থানার কর্যক্রম শুরু হচ্ছে। যার মধ্যে আটটি নতুন থানা। আরএমপি ক্রাইম জোন হিসাবে ডিসি পশ্চিম ও ডিসি পূর্ব ছিল। এবারে ক্রাইম জোন হিসাবে ৪টি ভাগ করা হয়েছে। ডিসি বোয়ালিয়া, ডিসি কাশিয়াডাঙ্গা, ডিসি মতিহার ও শাহ মখদুম জোনে ভাগ করা হয়েছে। গত ২২  ফ্রেরুয়ারী  প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন থানাগুলো উদ্বোধন করেন।


  নতুন মাত্রায় যাত্রা শুরু করলো রাজশাহী মহানগর পুলিশ                                                       ছবিঃ প্রাইভেট ডিটেকটিভ

নতুন থানা গুলোর কার্যক্রম ভাড়ায় চালিত ভবনে এবং পুরাতন ৫টি থানা নিজেস্ব ভবনেই চলবে। এরই মধ্যে ভাড়ায় চালিত ভবনে থানা কার্যক্রম চালানোর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উর্ধ্বতন কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তি সাথে মতবিনিময়ের মধ্যদিয়ে শুরু হবে থানার কার্যক্রম।

রাজশাহী মহানগরীর চার থানা ও পবা, এই ৫টি থানাকে পুনর্গঠিত করে ১২টি করা হয়েছে। আগে ৪টি মেট্রো থানার এরিয়া ছিল ২০৩ বর্গকিলোমিটার। বর্তমানে মহানগরীর ১২টি থানার আনুমানিক এরিয়া বৃদ্ধি পেয়ে ৯০০ বর্গকিলোমিটা এসে দাঁড়িয়েছে।

সংশিষ্ট সূত্রে জানা যায়, বোয়ালিয়া মডেল থানাকে পুনর্গঠিত করে বোয়ালিয়া মডেল ও চন্দ্রিমা থানা, রাজপাড়া থানাকে পুনর্গঠিত করে রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা, মতিহার থানাকে পুনর্গঠিত করে মতিহার, কাটাখালি ও বেলপুকুর থানা, শাহমখদুম থানাকে পুনর্গঠিত করে শাহমখদুম ও এয়ারপোর্ট থানা এবং পবা থানাকে পুনর্গঠিত করে পবা, কর্ণহার ও দামকুড়া থানা নবগঠিত করা হয়েছে।


    নতুন মাত্রায় যাত্রা শুরু করলো রাজশাহী মহানগর পুলিশ                                                 ছবিঃ প্রাইভেট ডিটেকটিভ

বোয়ালিয়া মডেল থানা : (মৌজা ভিত্তিক) রাজশাহী সিটি কর্পোরেশনের ওয়ার্ড-৯ মৌজা: দরগাপাড়া, হোসনিগঞ্জ প্রফেসরপাড়া, শেখপাড়া, পাঠানপাড়া, কসাইপাড়া, জ্যোৎত মহেষ, ওয়ার্ড নম্বর ১০, ১১, ১২, ১৩,১৪- নম্বর ওয়ার্ডের এর আংশিক, মৌজা: হেতম খাঁ, কলাবাগান, লিচু বাগান, সবজিপাড়া, সাহাজীপাড়া, জেলেপাড়া, কাদিরগঞ্জ, রাজার হাতা, মালোপাড়া, সোনাদিঘীর মোড়, গনকপাড়া, সাহেব বাজার, আরডিএ মার্কেট, বড়কুঠি, মাস্টারপাড়া, রানী বাজার, বাগানপাড়া, ফুদকিপাড়া, গৌরহাঙ্গা, ষষ্ঠিতলা, নিউমার্কেট, সুলতানাবাদ, গ্রেটার রোড, ওয়ার্ড-১৫ মৌজা: সপুরা বিসিক শিল্প এলাকা, জিন্নাহনগর, নিউ মার্কেট ১নং সেক্টর, বর্ণালীর মোড় ২নং সেক্টর, দড়িখড়বোনা ২নং সেক্টর, উপশহর হাউজিং এস্টেট, ওয়ার্ড-১৬ মৌজা: কয়ের দাঁড়া, বখতিয়ারাবাদ, সুজানগর, বিলপাড়া, মালদহ কলোনী, পবা আহম্মদ নগর, সুজানগর, মথুর ডাঙ্গা আংশিক। ওয়ার্ড-২০ মৌজা: সুলতানাবাদ, বেলদারপাড়া, রেশমপট্টি, বোয়ালিয়াপাড়া। ওয়ার্ড-২১ মৌজা শিরোইল, শান্তিবাগ, মঠপুকুর, বাস টার্মিনাল, রেশম ভবন, দোসর মন্ডলের মোড়, সেরিকালচার বোর্ড। ওয়ার্ড-২২ মৌজা: সাগরপাড়া, বল্লবগঞ্জ, মহলদারপাড়া, শেকের চক, কুমারপাড়া, ঘোড়ামারা, আলুপট্টি, সাগরপাড়া। ওয়ার্ড-২৩ মৌজা: রামপুর, বোসপাড়া, খড়বোনা, শাহমখদুম কলেজ। ওয়ার্ড-২৪ মৌজা: রামচন্দ্রপুর, আহম্মপুর, টিকাপাড়া, সাধুর মোড়, হাদির মোড়, মোন্নাফের মোড়, শ্রমজীবী হাসপাতাল। ওয়ার্ড-২৫ মৌজা: কাজলা, তালাইমারী, রাণীনগর, শহীদ মিনার, বাজে কাজলা। ওয়ার্ড-২৭ মৌজা: রামচন্দ্রপুর, মিরের চক, রাণীনগর (উত্তর), দেবীসিংপাড়া, শিরোইল, বালিয়াপুকুর, উপরভদ্রা।

চন্দ্রিমা থানা : এরিয়া রাসিক ওয়ার্ড নম্বর-১৫ মৌজা: সপুরা, জেলা স্টেডিয়াম, পলিটেকনিক ইনস্টিটিউট, ওয়ার্ড-১৮ মৌজা: ছোটবনগ্রাম, আসাম কলোনী, পাওয়ার হাউজ মোড়, শালবাগান, ওয়ার্ড-১৯ মৌজা: শিরোইল, শিরোইল কলোনী, বিহারী কলোনী, হাজরা পুকুর, ছোটবনগ্রাম, শালবাগান, ওয়ার্ড-২৬ মৌজা: ভদ্রা, নামো ভদ্রা, পদ্মা আবাসিক, চন্দ্রিমা আবাসিক। ওয়ার্ড-২৬ মৌজা: মেহেরচন্ডী পূর্বপাড়া, উত্তরপাড়া, মধ্যপাড়া, কৃষি অনুষদ, চার্বকলা, রা:বি:, মেহেরচন্ডী থান্ডারপাড়া মোড়, চকপাড়া, মেহেরচন্ডী দিঘির পাড়, কড়াইতলা। পারিলা ইউনিয়ন, মৌজা: পুড়া-পুকুর (আংশিক), কালুসের, পান্তাপাড়া, বালানগর, কেচুয়াতৈল, মুশরইল, নারিকেল বাড়িয়া, খড়খড়ি (আংশিক), ললিতাহার (আংশিক)।

রাজপাড়া থানা : রাসিক ওয়ার্ড-১ মৌজা: গোয়াল পাড়া (আংশিক), ওয়ার্ড-২ মৌজা: হড়গ্রাম (আংশিক), ওয়ার্ড-৩ মৌজা: বহরমপুর (উত্তর বহরমপুর, দাশপুকুর, বিলসিমলা, নতুন বিলসিমলা), মৌজা: লক্ষ্মীপুুর (ডিঙ্গাডোবা, ঘোষের মাহাল, ওয়ার্ড-৪ মৌজা: কেশবপুর, নবিনগর (গোয়ালপাড়া, বুলুনপুর, নবাবগঞ্জ ঘোষপাড়া, জিয়ানগর), ওয়ার্ড-৫ মৌজা: হেলেনাবাদ (রাজপাড়া, হেলেনাবাদ কলোনী), ওয়ার্ড-৬ মৌজা: লক্ষ্মীপুর, দক্ষিণ বহরমপুর, ওয়ার্ড-৭ মৌজা: শ্রীরামপুর, চন্ডীপুর, বেতিয়াপাড়া, লক্ষ্মীপুর ভাটাপাড়া, ওয়ার্ড-৮ মৌজা: কাজীহাটা, সিপাইপাড়া, ওয়ার্ড- ১৪ মৌজা তেরখাদিয়া, বসুয়া, অচিন তলা, সপুরা (আংশিক), হড়গ্রাম ইউপি মৌজা: গোবিন্দপুর, আলীগঞ্জ, বসুয়া, বাজে সিলিন্দা, হরিপুর ইউপি মৌজা: নবিনগর (আংশিক), হাড়ুপুর (আংশিক)।

কাশিয়াডাঙ্গা থানা : রাসিক ওয়ার্ড-১ মৌজা: গোয়াল পাড়া, (সায়ের গাছা), হড়গ্রাম (আংশিক), গুড়িপাড়া, রায়পাড়া, মুন্সিপাড়া, কাশিয়াডাঙ্গা, কাঠালবাড়িয়া, ফেরত পাড়া, ওয়ার্ড-২ হড়গ্রাম ইউনিয়ন, মৌজা: মোল্লা পাড়া, পুকুরিয়া (আংশিক), বালিয়া, দেলুয়াবাড়ী, খিরসিন (আংশিক) কূলপাড়া, ঝুজকাই (আংশিক), মিয়াপুর (আংশিক), গোসাইপুর, বাইশ বলদ, বারৈা পাড়া, বিল বড়বাড়িয়া, বহড়া (আংশিক), কাশিয়াডাঙ্গা (আংশিক), হরিপুর ইউনিয়ন মৌজা: নবীনগর (আংশিক), হার্বপুর (আংশিক), নবগঙ্গা।

পবা থানা : নওহাটা পৌরসভা মৌজা: মহানন্দা খালি (আংশিক), নওহাটা (আংশিক), টিকরিপাড়া, শ্রীপুর, পিল্লাপাড়া, পুঠিয়াপাড়া, মধুসুদন পুর, বরইকুড়ি, মদনহাটি, পালোপাড়া, আলাইবিদির পুর, বাগসারা, তেঘর, বাগধানী, চৌবাড়িয়া, বসন্তপুর, দুয়ারি (আংশিক), কুমড়াপুকুর, বড়গাছি ইউনিয়ন মৌজা: আমগাছি, বেতকুড়ি, খান্দাকটোরা, বড়গাছি, চকগোয়ালদহ, দাদপুর, বাগিচা পাড়া, গোয়ালদহ, গোপালহাট, হায়দার, ইটাঘাটি, জয়কৃষ্ণপুর, সোনাডাঙ্গা, কাঞ্চিপাড়া, কানপাড়া, মাধবপুর, মাধাইপুর, কালুপাড়া, মথুরা, নওদাপাড়া, নাগসার, সবসার, শুভপাড়া, সূর্যপুর, তালাগাছী, তেকাটাপাড়া, পারিলা ইউনিয়ন মৌজা: বজরাপুর, ভগীরথপুর, চকপারিলা, কানসান্দাপারিল, কামারপারিলা, ঘোলহাড়িয়া, সিরলিয়া, কাপাসমুল, কয়ড়া, মারিয়া, ভাল্লুক পুকুর, রামচন্দ্রপুর, ডাঙ্গীপাড়া, সারাংপুর, মৌজা: কৈপুকুরিয়া, তেবাড়িয়া, পুরা-পুকুর (আংশিক), কাঠালপাড়া।

দামকুড়া থানা : এরিয়া দামকুড়া ইউপি মৌজা: মধুপুর, রাহী, আলোকছত্র, আশাগ্রাম, মেদবাড়ী, শিতলাই, ভিমের ডাইং, কাদিপুর (আংশিক), বাথানবাড়ী, হরিষার ডাইং (আংশিক), হরিপুর ইউপি, কসবা, মদনপুর, গোপালপুর, চর হরিপুর, নতুন চর নবগঙ্গা, জাজিরা চর ডুমুরিয়া, চর ঝাউবন, জাজিরা চর সোনাইকান্দি, চর নবীনগর, মাঝারদিয়ার, কেশবপুর, চরমাঝারদিয়ার (হার্বমন্ডল পাড়া), নয়া মাঝারদিয়ার।

কর্ণহার থানা : এরিয়া হুজুরীপাড়া ইউনিয়ন মৌজা: সরিষা কুড়ি, কর্ণহার, সরমঙ্গলা, কুমুরিয়াপুকুর, বাতাসমোল্লা, মোল্লা ডাইং, সাহাপুর, রাধানগর, নেপালপাড়া, উত্তর লক্ষ্মীপুর, তেঁতুলিয়া, করমজা, তুরাপুর, ধর্মহাটা, ঘিপাড়া, হুজুরীপাড়া, দর্শনপাড়া ইউনিয়ন বাকশৈল, বারইপাড়া, বাঘাচাপা, দর্শনপাড়া, তিসলাই, তেতুলিয়া ডাঙ্গা, চকদর্শন পাড়া, প্রসাদপাড়া, যোষ পুকুর, সুন্দলপুর, বিল নেপালপাড়া, তালুক ধরমপুর, বিল ধরমপুর।

শাহমখদুম থানা : পুনর্গঠন এরিয়া রাসিক ওয়ার্ড-১৮ (আংশিক), মৌজা: পবা, (পবা নতুনপাড়া, পবা পাড়া, গাংপাড়া, মিলপাড়া), ওয়ার্ড-১৭ মৌজা: বড়বন গ্রাম (শাহমখদুম নগর, মহলদারপাড়া, ছায়ানির আবাসিক, ভাড়ালিপাড়া, রায়পাড়া, পাবনাপাড়া, চকপাড়া, নতুন চকপাড়া, শেখপাড়া, মাস্টারপাড়া, নামপাড়া, পাচানীপাড়া, নওদাপাড়া, রোড নওদাপাড়া, হাট নওদাপাড়া, মধ্য নওদপাড়া, উত্তর নওদাপাড়া, দক্ষিণ নওদাপাড়া, নওহাটা পৌরসভা পবা ওয়ার্ড-৮ ভুগরইল (আংশিক) সন্তোষপুর, বড়গাছি ইউপি, মৌজা: বিরস্তইল (আংশিক) ডাঙ্গীপাড়া, দামকুড়া ইউপি, মৌজা: হরিষার ডাইং (আংশিক), হড়গ্রাম ইউপি, বাড়বড়িয়া (আংশিক), খিরসিন টিকর, ফুদকিপাড়া, খিরসিন ফকিরপাড়া, পুরাতন ফুদকিপাড়া, নুতন ফুদকিপাড়া, খিরসির দক্ষিণপাড়া, খিরসিন দাড়ার ধার।

এয়ারপোর্ট থানা : এরিয়া নওহাটা পৌরসভার ওয়ার্ড-৬ মৌজা: মাঝিগ্রাম থালতা, দৌলতপুর, শিতলাইপুকুর, শ্রীরামপুর, ওয়ার্ড-৭ ভুগরইল, সন্তোষপুর, বায়া, সিন্দুর কুসুম্বী (আংশিক), ওয়ার্ড-৮ মৌজা: ভোলাবাড়ী, বারইপাড়া, তকিপুর, সিন্দুর কুসুম্বী (আংশিক), হড়গ্রাম ইউপি, মৌজা: বড় বাড়িয়া, খিরসিন (আংশিক), মিয়াপুর (আংশিক), ঝুজ কাই (বাথান) (আংশিক), পাকুড়িয়া, বড়গাছি ইউপি, মৌজা: বিরম্ভইল, দামকুড়া ইউপি, মৌজা: হরিষার ডাইং (আংশিক), কাদিরপুর (আংশিক)।

মতিহার থানা : রাসিক ওয়ার্ড-২৮, মৌজা: কাজলা, ধরমপুর, ওয়ার্ড-২৯ খোজাপুর, ডাঁশমারী, সাতবাড়িয়া, ওয়ার্ড-৩০ মির্জাপুর, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চৌদ্দপাই, বুধপাড়া, পারিলা ইউনিয়ন, মৌজা: ভালুক পুকুর, পুড়া পুকুর (আংশিক), ললিতহার, খড়খড়ি, বামনশিকর, হরিয়ান ইউনিয়ন, মৌজা: চর শ্রীরামপুর, বিবাদি তারানগর, চিটামারি, কাজিরপুর, চর রামপুর, চর বিন্দাদহ, চর শ্যামপুর।

কাটাখালী থানা : এরিয়া কাটাখালী পৌরসভা মৌজা: কাপাসিয়া, সমসাদিপুর, এমাদপুর, শ্যামপুর, বাখরাবাজ, মাসকাটাদিঘি, হরিয়ান ইউনিয়ন, মৌজা: মোহনপুর, চর খিদিরপুর, দিয়ার খিদিরপুর, দিয়ার শিবনগর, হাজরাপুকুর, কিসমত কুখন্ডি, কুখন্ডি, মল্লিকপুর, রনহাট, কালিয়াপাড়া, নলখোলা, জাগীর, হরিয়ান, রূপসী ডাঙ্গা, চাঁপা পুকুর, সুচরন, ইউসুফপুর ইউনিয়ন, মৌজা: বেলঘরিয়া, সাহাপুর, মিরকামারী, গুয়াবাসিনা (পাক ইসলাম পুর), চক কাপাসিয়া।

বেলপুকুর থানা : বেলপুকুর, মৌজা: মাহেন্দ্রা, স্বরূপনগর, ভড়ুড়াপাড়া, কাজীরপাড়া, ভাংড়া, বেল পুকুরিয়া, জামিরা, ধাদাস, চক ধাদাস, বিল বানেশ্বর, তাড়াশ, চক ভাঙ্গিরপাড়া, ছত্রগাছা, দোমাদী, বাঁশপুকুরিয়া।

 

 

প্রাইভেট ডিটেকটিভ/৭মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর