ছাতক (সুনামগঞ্জ):
ছাতকে গোবিন্দগঞ্জ যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩মার্চ বিকেলে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজের উত্তরের হাজার হাজার দর্শকের উপস্থিতিতে সম্পন্ন হয়। ফাইনালে মাইক্রো স্ট্যান্ড গোবিন্দগঞ্জ-ছাতক বনাম সানজানা ইলেভেন স্টার লাউতলা-জগন্নাথপুরের মধ্যে খেলায় সানজানা ইলেভেন স্টারকে ০-১ গোলে পরাজিত করে মাইক্রো ষ্ঠ্যান্ড বিজয়ি হয়। পরে পরিচালনা কমিটির সভাপতি আশরাফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সদরুল আমিন সোহানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান বকুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দাল মিয়া, বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, দণি সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজি আবুল কালাম, বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ, ছাতক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার খান ছানা, ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান, গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান। খেলায় সানজানা ইলেভেন স্টারকে ০-১ গোলে পরাজিত করে মাইক্রো স্ট্যান্ড গোবিন্দগঞ্জ। এতে ধারাভাষ্য করেন সিলেটের ধারাভাষ্য সংগঠনের আব্দুল আহাদ ও জিয়াউল হক জিয়া।
প্রাইভেট ডিটেকটিভ/৪ মার্চ ২০১৮/রুহুল আমিন