October 9, 2024, 9:13 pm

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন

হাজারো পর্যটকদের পদচারনায় মুখরিত সমুদ্র সৈকত কুয়াকাটায় ॥

আরিফ সুমন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ॥


হাজারো পর্যটকদের পদভারে মুখরিত সূর্যোদয়-সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটা। শীত শেষ ফাগুনের অগমনী সময়ে দেশী-বিদেশীসহ স্থানীয় পর্যটকদের উপচে পড়া ভীড় দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকত জুড়ে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, ভ্রমন পিপাসু নানা বয়সের হাজারো মানুষ সমুদ্র সৈকত কুয়াকাটার নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে ছুটে এসেছেন। কেউ নিজে, কেউ পরিবার পরিজন নিয়ে, কেউ বা নিজের পছন্দের মানুষটিকে নিয়ে দেখতে এসেছেন সাগর কন্যা কুয়াকাটা। পর্যটকদের উপচে পড়া ভীড়ে কুয়াকাটা খাবার হোটেলসহ ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কেনা বেচার ধুম পড়েছে। অধিকাংশ হোটেল, মোটেলের রূম আগাম বুকিং হয়ে যাওয়ায় সদ্য কুয়াকাটায় ভ্রমনে আসা পর্যটকদের ভালো রূম পেতে কষ্ট হলেও কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য সব দু:খ ভুলিয়ে দিয়েছে। পর্যটকদের আনন্দ-উচ্ছাসে গোসল করতে দেখে গেছে। কুয়াকাটা জিরো পয়েন্টে শ্রীমঙ্গল বৌদ্ধবিহার, মিশ্রিপাড়া সিমা বৌদ্ধ বিহার, জাতীয় উদ্যান, লেম্বুর চর, শুটকি পল্লী, রাখাইন মহিলা মার্কেট, গঙ্গামতি, কাউয়ারচর, লাল কাকড়ার চর, চর-বিজয়, ইলিশ পার্ক সহ পর্যটন স্পটগুলো এখন পর্যটকদের পদচারনায় মুখরিত হয়ে আছে। আর এ পর্যটকদের  নিচ্ছিদ্র নিরাপত্তায় কাজ করছে কুয়াকাটা টুরিস্ট পুলিশ।
টাঙ্গাইল থেকে স্বপরিবারে ঘুরতে আসা রফিক বলেন, ভালো হোটেলে রূম না পেলেও কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য আমাদের সব কষ্ট ঘুচিয়ে দিয়েছে। কিন্তু  কুয়াকাটার ভাঙ্গন রক্ষায় সরকারের ব্যবস্থা নেয়া উচিত। সিলেট থেকে আসা রহমান মিয়া জানান, সূর্যাস্ত ও সূর্যদয় দেখেছি। কুয়াকাটার পরিবেশ আমাদের মুগ্ধ করেছে।
কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতির সাধারন সম্পাদক মোতালেব শরীফ জানান, বন্ধের দিন গুলিতে কুয়াকাটায় পর্যটকদের চাপ একটু বেশি থাকে। পর্যটকদের কাঙ্খিত সেবা দিতে আমারা হোটেল-মোটেল মালিক সমিতি সব সময় প্রস্তুত। এছাড়া লেবুখালির ব্রীজটা যদি হয়ে যেত, তবে পর্যটকের সমাগম আরও অনেক বেশি বাড়ত।
কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের সিনিয়র এএসপি জহিরুল ইসলাম জানান, সাপ্তাহিক ছুটির দিন ও এসএসসি পরীক্ষা শেষ উপলক্ষে ব্যাপক পর্যটকদের সমাগম ঘটেছে। সৈকতে পর্যটকদের নির্বিঘেœ চলাফেরা এবং অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকে সার্বক্ষনিক নজর রাখা হচ্ছে। এছাড়া পর্যটকরা কোন সমস্যার সম্মুখীন হলে ট্যুরিস্ট পুলিশের সহযোগিতার নেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

প্রাইভেট ডিটেকটিভ/৩ মার্চ ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর