প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ
দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানীসহ সারাদেশে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে দলটি। এরই অংশ হিসেবে রাজধানীর ৭ জায়গায় বিভিন্ন নেতাদেরকে লিফলেট বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, রাজধানীর পুরানা পল্টন ও জাতীয় প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কল্যাণপুর ও খিলগাঁওয়ে লিফলেট বিতরণ করবেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মতিঝিল এলাকায় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও নিউ মার্কেট এলাকায় আমির খসরু মাহমুদ চৌধুরী।
এছাড়া রাজধানীর মৌচাকে ভাইস চেয়ারম্যানদের মধ্যে ডা. এ জেড এম জাহিদ হোসেন, জুরাইন রেল গেইট এলাকায় বরকত উল্লাহর উল্লাহ বুলু এবং আহমদ আজম খান ধোলাইখাল এলাকায় লিফলেট বিতরণ করবেন।