চট্টগ্রাম প্রতিনিধিনঃ
গরী শাহ আমানত সেতু এলাকা থেকে দুই হাজার ইয়াবা টেবলেটসহ হোসেন আহমদ নামে এক পঙ্গু রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। কৃত্রিম পায়ের ভেতর করে টেকনাফ থেকে চট্টগ্রাম আসছিলেন তিনি। হোসেন আহমদ টেকনাফের থাইংখ্যালী রোহিঙ্গা ক্যাম্পের এ/৯ নম্বর বাসায় থাকেন। বাকলিয়া থানার ওসি প্রণব চেীধুরী বলেন, হোসেন আহমদের দুই পা নেই। বাম পায়ের অংশে একটি কৃত্রিম পা লাগানো হয়। তার দুই হাতে দুটো স্ট্রেচার এবং পরিধানে ছিল লুঙ্গি। টেকনাফ থেকে আসা একটি বাসে এসে শাহ আমানত সেতু এলাকায় নেমে স্ট্রেচারে ভর দিয়ে হোসেন হেঁটে আসছিল। তার গতিবিধি ছিল সন্দেহজনক। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার কৃত্রিম বাম পায়ের ভেতর দুই হাজার ইয়াবা আছে বলে স্বীকার করে। সেগুলো নিজেই বের করে দেয়। তার বিরূদ্ধে বাকলিয়া থানায় মাদক আইনে মামলা হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/১ মার্চ ২০১৮/রুহুল আমিন