সিরাজগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
ডিটেকটিভ নিউজ ডেস্ক
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় চোর সন্দেহে উজ্জ্বল হোসেন (৪০) নামের এ যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে কাজীপুরের নাটুয়াপাড়া চর থেকে উজ্জ্বলের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত উজ্জ্বল হোসেন কাজীপুরের চরগিরিশ ইউনিয়নের চরনাতিপাড়া গ্রামের বাসিন্দা। নাটুয়াপাড়া পুলিশ ফাঁড়ির ওসি বিমল কুমার সরকার দাবি করেন, গত বৃহস্পতিবার রাতে চুরি করতে যান উজ্জ্বল। বিষয়টি স্থানীয়রা বুঝতে পেরে তাঁকে ধরে গণপিটুনি দিয়ে হাত–পা ভেঙে দেন। নিহতের শরীরের বিভিন্ন অংশে ছুরি দিয়ে আঘাতেরও চিহ্ন রয়েছে। তবে তিনি কোথায় চুরি করতে গিয়েছিলেন, বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিমল কুমার আরো জানান, গতকাল শুক্রবার সকালে উজ্জ্বলের লাশ নাটুয়াপাড়া চরে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। পুলিশের এই কর্মকর্তা আরো জানান, উজ্জ্বল কিছুদিন আগে এলাকায় একজনকে ছুরিকাঘাত করেন। তখন স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে দেন। পরে তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পান।